• সাগরপাড়ায় চার হনুমানের মৃত্যু, এলাকায় শোরগোল
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, ডোমকল: চারচারটি হনুমানের মৃত্যু ঘিরে মুর্শিদাবাদের সাগরপাড়ার পোল্লাগাড়ি এলাকায় সাতসকালে শোরগোল। বৃহস্পতিবার খুব ভোরে পোল্লাগাড়ির বাসিন্দারা লক্ষ্য করেন যে, হনুমানগুলি অস্বাভাবিক আচরণ করছিল। তারপর একসময় সেগুলির মুখ থেকে গ্যাঁজলা বেরোতে থাকে। এভাবেই চারটি হনুমান মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কীভাবে নিমেষে এতগুলি হনুমানের প্রাণ চলে গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন। খবর পেয়ে মৃত হনুমানগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বনবিভাগ।এদিন কাকভোরে পোল্লাগাড়ির কয়েকজন বাসিন্দা লক্ষ্য করেন, মাটিতে শুয়ে চারটি হনুমান অস্বাভাবিকভাবে গড়াগড়ি খাচ্ছে। একটু সময় পরেই দেখা যায় হনুমানগুলির মুখ দিয়ে গ্যাঁজলা বের হচ্ছে। তারপরেই পর পর মৃত্যু হয় বন্যপ্রাণগুলির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। পুলিশ এসে হনুমানগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। এরপরই বন দপ্তরের কর্মীরা হনুমানগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।স্থানীয় বাসিন্দা মৃত্যুঞ্জয় সরকার বলেন, এদিন সকালে একেবারে কাকভোরে হনুমানগুলির অস্বাভাবিক আচরণ লক্ষ্য করি। কিছুক্ষণের মধ্যে দেখি সবক’টি হনুমানের মুখ থেকে গ্যাঁজলা বেরোতে শুরু করেছে। শেষে সবকটা হনুমানই মারা গিয়েছে। আমাদের অনুমান, হয় চাষের জমিতে বিষ দেওয়া হয়েছিল, সেই ফসল খেয়ে অথবা কেউ খাবারে বিষ খাইয়ে হনুমানগুলিকে মেরে ফেলেছে। তবে শুধু এবারই নয়, গতবারও আমাদের এখানে একইভাবে একদল হনুমানকে মেরে ফেলা হয়েছিল। আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছি।বন দপ্তরের দক্ষিণ মুর্শিদাবাদ রেঞ্জের রেঞ্জ অফিসার শুভ্রশঙ্খ দত্ত বলেন, ঘটনা শোনামাত্রই আমাদের তরফে হনুমানগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডোমকলে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল হনুমানগুলির ময়নাতদন্ত হবে। পাশাপাশি আমাদের দু’টি টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। তাঁরা প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া শুরু করেছে। প্রাথমিকভাবে যা মনে হচ্ছে, তাতে বিষক্রিয়ার কারণেই হনুমানগুলির মৃত্যু হয়ে থাকতে পারে। যদি কাউকে দোষী পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।  সাগরপাড়ায় মৃত হনুমান।-নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)