• দীঘার হোটেলে যুবতীকে মদে বিষ মিশিয়ে খুনের অভিযোগ, ধৃত ৩
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, কাঁথি: দীঘার হোটেলে যুবতীকে বিষ মেশানো মদ খাইয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। মৃতার নাম ঝরনা পৈলান প্রামাণিক(২৭)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪পরগনার রায়দিঘি থানার সংগ্রামপুরে। তদন্তে নেমে দুই যুবক ও এক যুবতীকে গ্রেপ্তার করেছে দীঘা থানার পুলিশ। ধৃতরা হল রহিমউদ্দিন গাজি, খইরুল মোল্লা ও সোনা বিবি শেখ। রহিমউদ্দিন দক্ষিণ ২৪পরগনার ক্যানিংয়ের বেলেখালির বাসিন্দা। খইরুলের বাড়ি ওই জেলার বারুইপুরের দক্ষিণ রানা এলাকায়। সোনা বিবি শেখ ওই জেলার মগরাহাট থানার খানকারবাজারে থাকত। তিনজনের বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।গত রবিবার এই তিনজনের সঙ্গে একটি চারচাকা গাড়িতে দীঘায় বেড়াতে আসেন ঝরনা। তাঁরা নিউ দীঘার একটি হোটেলে ওঠেন। মঙ্গলবার রাতে হোটেলের ঘরে চারজন মদ্যপানের আসর বসান। সেসময় আচমকা ঝরনা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গীরা হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় তাঁকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনার পরই পুলিশ হোটেলে গিয়ে ঝরনার তিন সঙ্গীকে আটক করে। খবর পেয়ে বুধবার মৃতার পরিবারের লোকজন দীঘায় আসেন। মৃতার খুড়তুতো দাদা সৌমেন পৈলান দীঘা থানায় খুনের অভিযোগ দায়ের করেন। এরপরই ওই তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে।পুলিশ জানতে পেরেছে, সাতবছর আগে কাকদ্বীপের নিশ্চিন্দিপুর এলাকার এক যুবকের সঙ্গে ঝরনার বিয়ে হয়েছিল। তাঁদের এক কন্যাসন্তান ও এক পুত্রসন্তান রয়েছে। পারিবারিক অশান্তির কারণে দু’বছর আগে স্বামীর সঙ্গে ঝরনার বিচ্ছেদ হয়। তারপর তিনি বাপের বাড়ি চলে আসেন। মাঝে মুম্বইয়ে আয়ার কাজ করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর চারজন মিলে দীঘায় বেড়াতে আসেন। সূত্রের খবর, সোনা বিবি ও ঝরনা দু’জনে যথাক্রমে  রহিমউদ্দিন ও খাইরুলের সঙ্গী ছিল।সৌমেনবাবু বলেন, মদের আসরে আমার বোনকে বিষ খাইয়ে মারা হয়েছে। আমরা পুলিশকে ঘটনার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আর্জি জানিয়েছি।দীঘা থানার এক আধিকারিক বলেন, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। হোটেলের রুম থেকে যাবতীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। ধৃতদের জেরা করে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।  ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হচ্ছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)