শান্তনু দত্ত, কলকাতা: বলে, ‘বাঙালির পায়ের তলায় সর্ষে।’ একটা ট্যুর শেষ হতে না হতেই পরেরটার প্ল্যানিং ঝটিতি শুরু।লম্বা ছুটি পেলে এবং সন্তানের পরীক্ষার পর বাঙালি সাধারণত বেড়াতে যায়। ছেলেমেয়ের পরীক্ষা শুরু হতে এবং শেষ হতেও খুব বেশি দেরি নেই। ফলে এখন থেকেই প্ল্যান-প্রোগ্রাম, প্যাকেজ ট্যুর বুক নিয়ে শুরু হয়ে গিয়েছে ব্যস্ততা। সেই ব্যস্ততা দেখা যাচ্ছে বইমেলাতেও।যেমন খুব ব্যস্ত দুর্গাপ্রসাদ মতিলাল। এই সিকিম থেকে ঘুরে এলেন। ফেরার পর থেকে কোথায় যাই কোথায় যাই মাথায় ঘুরছে। মেয়ের পরীক্ষা সামনে। তা শেষ হলেই আবার বেরতে হবে। মেয়েকে নিয়ে দুর্গাপ্রসাদবাবু বৃহস্পতিবার এসেছিলেন বইমেলায়। খুঁজে খুঁজে গেলেন ‘ট্যুর হেল্প পাবলিকেশন’ স্টলে। তারা ভ্রমণের বই বিক্রি করে। পাশাপাশি একাধিক প্যাকেজ ট্যুরের বুকিংও করে। ‘কাশ্মীর যাওয়ার বুকিংটা কি এখান থেকে করা যাবে?’ স্টলকর্মীকে জিজ্ঞেস করছেন যে মানুষটি, তিনিই বেহালা নিবাসী দুর্গাপ্রসাদ মতিলাল। সঙ্গে তাঁর কন্যা। স্টলকর্মী হেসে বললেন, ‘হ্যাঁ, হচ্ছে তো!’ বইমেলায় দুর্গাবাবুর মতো ভ্রমণ আগ্রহী মানুষদের ভিড় কম নয়। ফলে ভ্রমণ সংক্রান্ত বইয়ের স্টলে ভিড় জমছে রোজই।পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের স্টলে ভ্রমণের ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি শো দেখার সুযোগ। একটি বিশেষ চশমা পরে নিলেই ঘোরা হয়ে যাচ্ছে জলপাইগুড়ি, পুরুলিয়া, বিষ্ণুপুর সহ নানা জায়গায়। ভ্রমণপ্রেমীদের অন্যতম গন্তব্য ট্যুরিজমের স্টল। পাশাপাশি মিলছে পশ্চিমবঙ্গের একাধিক ট্যুরিস্ট স্পটের উপর তৈরি লিফলেট। ১৫৪ নম্বর স্টল ‘ট্রাভেল রাইটার্স ফোরাম’য়ের। ‘বিশ্বভ্রমণ স্বল্পবিত্তে’ থেকে ‘কলকাতার কাছে পিঠে উইকএন্ড ছুটিতে’ এমন নানা বইয়ের সন্ধান মিলছে সেখানে। এই স্টলেই পাওয়া যাচ্ছে ‘ভ্রমি’। নজর কাড়ে বইটির ক্যাচলাইন— ‘গুগল যেখানে থামে, সেখানেই ভ্রমির শুরু’। ‘যারা যাযাবর’য়ের স্টল নম্বর ৪১৫। ভ্রমণ, ট্রেকিং, পর্বতারোহণের উপর লেখা একাধিক বইয়ের হদিশ সেখানে। পর্যটনপ্রিয় পাঠকের ভিড় ৩৮৫ নম্বর স্টলে। ‘ছুটি পাবলিকেশন’ জানিয়েছে, ‘সকলের জন্য বেড়ানোর বই’ আছে তাদের কাছে।তবে প্যাকেজের কারণে নজর কাড়ছে ‘ট্যুর হেল্প পাবলিকেশন’ স্টলে। কাশ্মীর থেকে অসম-মেঘালয়, রাজস্থান বা চারধাম যাত্রা— ইত্যাদি পছন্দের গন্তব্য বুক করতে পারা যাচ্ছে এই স্টল থেকেই। এখানে হাতের মুঠোয় ঘুরে বেড়ানোর সুলুকসন্ধান পেয়ে যাচ্ছেন ভ্রমণপ্রেমীরা। ফলে দুর্গাপ্রসাদবাবুর মতো অনেকে এসে ভিড় জমাচ্ছেন। স্টলের অন্যতম কর্ণধার পুলকেশ সান্যাল জানালেন, ট্রেন ভাড়া, খাওয়া-দাওয়া, হোটেল— সবই ধরা থাকে প্যাকেজে। দু’মাস আগে বুক করতে হয়। মার্চে কাশ্মীর ট্যুর হচ্ছে। তারই বুকিং চলছে এখন। স্টলে রয়েছে ‘ভারত পরিক্রমা’ বইটি। ভ্রমণপিপাসু পাঠকের সেটি পছন্দের। পাশাপাশি ‘মন্দিরময় ভারত’, ‘ছুটির নিবাস’, ‘পায়ে পায়ে পাহাড়’, ‘উত্তরবঙ্গ সহ সমগ্র সিকিম’য়ের মতো একাধিক বইয়ের কদর আছে। মেলাজুড়ে এরকম একাধিক স্টলে এরকম বহু খবর ছড়িয়ে রাখা। তা দেখে ভ্রমণপিপাসু পাঠকের পায়ের তলায় সর্ষে কিরকির করছে। ছেলেমেয়ের পরীক্ষা শেষ হলেই কু ঝিক ঝিক।