• মাধ্যমিকের সময় শহরে যান নিয়ন্ত্রণ
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথমবার বড়ো পরীক্ষায় বসতে চলেছে ছাত্র-ছাত্রীরা। তাদের যাত্রাপথ মসৃণ করতে পরীক্ষার দিনগুলিতে শহরের রাস্তায় যানজট কমাতে চলবে যান নিয়ন্ত্রণ। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা।ট্রাফিক বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শহরজুড়ে পণ্যবাহী ট্রাফিক নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। আগামী ২, ৩, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি শহরে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। তবে দিনের সব সময়ের জন্য তা কার্যকর নয়। ট্রাফিক বিভাগ জানিয়েছে, সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত পণ্যবাহী গাড়িতে থাকবে নিষেধাজ্ঞা। তবে ভাঙড় ডিভিশনে এই বিধিনিষেধ কার্যকর হবে না। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কিছু যানবাহনকে ছাড় দেওয়া হয়েছে। এলপিজি সিলিন্ডার, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, দুধ, ওষুধ, সবজি, ফল, মাছ এবং সিএনজি বহনকারী গাড়ি সকাল ৮টা পর্যন্ত চলাচল করতে পারবে।মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির আশপাশে যান চলাচল ঘুরিয়ে দেওয়া, নিয়ন্ত্রণ বা সম্পূর্ণ বন্ধ করার ক্ষমতা থাকবে কর্তব্যরত ট্রাফিক পুলিশের হাতে। এই নির্দেশিকা সাধারণ ট্রাফিক বিধির পাশাপাশি কার্যকর থাকবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, ‘পরীক্ষার দিনগুলিতে হাতে সময় রেখে বের হন। ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন এবং পরীক্ষার্থীদের জন্য শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করুন।’
  • Link to this news (বর্তমান)