• ‘সেলিমের আচরণ অমার্কসীয়’, হুমায়ুন সাক্ষাৎ প্রসঙ্গে আক্রমণ বাম শরিকের
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউটাউনের একটি হোটেল। বুধবার রাত। দুজন নেতার সাক্ষাত্। অতঃপর বিভক্ত হল বঙ্গ সিপিএম। এক টেবিলে বসা দুই নেতার নাম যে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। সিপিএমের একটি পক্ষ বলছেন, আসনের খাতা খুলতে রাজ্য সম্পাদক যা করেছেন, ঠিকই আছে। আর এক পক্ষের বক্তব্য, নীতি বিসর্জন দিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করা হুমায়ুনের কাছে যাবেন কেন সেলিম? অস্বস্তি বাড়িয়েছে বামফ্রন্টের শরিকদলগুলো।একসময় হুমায়ুনের বিরুদ্ধে আলিমুদ্দিনের অভিযোগ ছিল—সাম্প্রদায়িক কথা বলে সেলিম ও অধীর চৌধুরীকে ভোটে হারিয়েছেন তিনি। সেই কথা মাথায় রেখে সিপিএম কর্মী-সমর্থকদের একাংশ এই ‘সাক্ষাত্’ মেনে নিতে পারছেন না। আবার সিপিএমের অন্য একটি অংশ বলছেন, বিধানসভায় আসন আনতে চাইছেন রাজ্য সম্পাদক। উঠে এসেছে তারও পালটা যুক্তি, এর ফলে হিন্দু এলাকায় পার্টির আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এর উপর যুক্তি, গ্রহণযোগ্যতা আগেও কি ছিল? মোদ্দা কথা, যুক্তি-পালটা যুক্তিতেই দিনভর সরগরম থাকল সামাজিক মাধ্যম থেকে পার্টির অন্দর। সূত্রের খবর, বুধবার দুপুরে সম্পাদকমণ্ডলীর বৈঠকেও এই বিষয়ে আলোচনা হয়নি। রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, ‘কিছুই জানি না। বিড়ম্বনায় পড়তে হচ্ছে।’ বিড়ম্বনা বাড়িয়ে দিচ্ছে শরিক দল। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলছেন, ‘হিন্দু বা মুসলিম সংগঠনের কেউ এলে ভোট বাড়বে, এটা ভাবা উচিত নয়। হুমায়ুন সেকুলার ফ্রন্টের মধ্য দিয়ে ধর্মীয় সংগঠনের লোক। শর্টকাট মেথডে এগোনো যায় না।’ আরএসপির রাজ্য সম্পাদক তপন হোড় বলছেন, ‘আলোচনা না করে সেলিমের এই অমার্কসীয় আচরণ আমাদের কাছে অবাঞ্ছিত।’ সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বললেন, ‘পক্ষে থাকতে পারব বলে মনে হয় না। হুমায়ুনের কাজকর্ম এখনো সাম্প্রদায়িক।’ লিবারেশন আপাতত আলিমুদ্দিনের উপর ভরসা রাখছে। তীব্র কটাক্ষ ছুড়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি গান গেয়ে বলেছেন, ‘আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম-বাম আছে। দেখে যা নিজের চোখে কমরেড সেলিম কেমন নাচে!’ কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও।বৃহস্পতিবার সেলিম হুগলির পাণ্ডুয়ায় বলেছেন, ‘বামফ্রন্টের মধ্যে আলোচনা করেই সিপিএম সিদ্ধান্ত নেয়। বাম শরিকরা বিশেষত ফরওয়ার্ড ব্লক ও আরএসপি মাঝেমধ্যে বেসুরো কথা বলে, তা না-হলে ওরা যে সিপিএম নয়, বোঝাবে কী করে? হুমায়ুনের সঙ্গে সরাসরি কথা বলে বুঝলাম, তিনি কী চান, কী তাঁর লক্ষ্য। এবার পার্টিতে আলোচনা করব।’ মহম্মদ সেলিম এদিনও আসন সমঝোতার প্রশ্নে কংগ্রেসকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কথা বলেছেন।
  • Link to this news (বর্তমান)