নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমি ঝঞ্ঝার বিরতি নেই। পশ্চিম হিমালয় ও লাগোয়া এলাকায় একের পর এক ঝঞ্ঝা আসছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, একটি ঝঞ্ঝা আসছে আজ শুক্রবার। এর দুদিনের মাথায় ২ ফেব্রুয়ারি আরো একটি ঝঞ্ঝা আসবে পশ্চিম হিমালয় এলাকায়। ঝঞ্ঝার প্রভাবে পশ্চিম হিমালয় লাগোয়া কাশ্মীর এবং হিমাচল প্রদেশে তুষারপাত হচ্ছে। বৃষ্টি হচ্ছে উত্তর ভারতের কোনো কোনো জায়গায়। আর একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা আসার ফলে সক্রিয়তা হারিয়েছে উত্তুরে হওয়া। উত্তর ভারতের দিক থেকে কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়া এলে জাঁকিয়ে শীত পড়ে দক্ষিণবঙ্গজুড়ে। উত্তুরে হাওয়া দুর্বল হওয়ার ফলে তাপমাত্রা বাড়ছে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই এখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি। আপাতত আগামী চার-পাঁচদিন এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এইসময় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।সূর্যের অবস্থানগত পরিবর্তনের জন্য চড়া রোদ হচ্ছে। তার জন্য বাড়ছে দিনের বেলার সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা এদিন ২৬. ৮ ডিগ্ৰি ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬. ৮ ডিগ্রি। তবে শীত দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে, এখনই এমনটা বলতে চাইছেন না আবহাওয়াবিদরা। তাঁদের মতে, জানুয়ারির মাঝামাঝির পর থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের মাত্রা কমতে থাকে। তবে ফেব্রুয়ারির শুরুতেও শীত খানিকটা ফিরে আসতে পারে। তবে তার জন্য প্রয়োজন উত্তুরে হাওয়ার সক্রিয়তা। এই পরিস্থিতি তৈরির জন্য দুটি পশ্চিমি ঝঞ্ঝার মাঝে কিছুটা বিরতি প্রয়োজন।