• প্রাথমিকের পড়ুয়াদের স্কুলমুখী করতে হাওড়ায় অভিনব উদ্যোগ
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের মানসিক বিকাশ ও স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ নিল হাওড়ার ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয়। পড়ুয়াদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি ও স্কুলের সঙ্গে আবেগের সম্পর্ক গড়ে তুলতেই প্রতি মাসে পড়ুয়াদের জন্মদিন পালনের নতুন কর্মসূচি ‘কিশলয় উৎসব’ চালু করা হল।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্পিতা ঘোষ বলেন, যে মাসে যে পড়ুয়াদের জন্মদিন, সেই মাসে নির্দিষ্ট একটি দিনে স্কুলেই একসঙ্গে তাদের জন্মদিন পালন করা হবে। ওই দিন ধূপ ও চন্দনের ফোঁটা দিয়ে শিশুদের আশীর্বাদ করা হবে। পাশাপাশি প্রত্যেক পড়ুয়াকে উপহার হিসাবে দেওয়া হবে একটি করে গাছ, যা স্কুল প্রাঙ্গণেই রোপণ করা হবে। স্কুল সূত্রে জানা গিয়েছে, বহু পড়ুয়ার পরিবারে আর্থিক ও সামাজিক নানা সমস্যার কারণে জন্মদিন পালন করা সম্ভব হয় না। কারও কারও ক্ষেত্রে অভাব-অনটনের কারণে শিশুমনে তৈরি হয় মানসিক শূন্যতা। সেই অভাব কিছুটা হলেও পূরণ করতে এই মানবিক উদ্যোগ। ‘কিশলয় উৎসব’ শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে সাহায্য করবে।জানা গিয়েছে, যে পড়ুয়ার গাছ সবচেয়ে ভালোভাবে বেড়ে উঠবে, তাকে পুরস্কৃত করার ব্যবস্থাও রাখা হয়েছে স্কুলে। এতে পড়ুয়ারা যেমন গাছের যত্ন নিতে শিখবে, তেমনই তাদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা বাড়বে। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের নিয়মিত স্কুলমুখী করা এবং পড়াশোনার পাশাপাশি মানসিক ও সামাজিক বিকাশ ঘটানোই তাদের মূল লক্ষ্য। অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, এমন সৃজনশীল ও মানবিক কর্মসূচি শিশুদের মনে স্কুলের প্রতি ভালোবাসা বাড়াবে এবং শিক্ষার সঙ্গে আনন্দের মেলবন্ধন ঘটাবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)