উত্তরপাড়ায় দলীয় অফিসে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি! চাঞ্চল্য
বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দলীয় অফিসে বিজেপির মণ্ডল সভাপতির উপর হামলার অভিযোগ উঠেছে দলেরই কর্মীদের বিরুদ্ধে। বুধবার উত্তরপাড়ার মাখলায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় আহত হয়েছেন উত্তরপাড়া মাখলা মণ্ডলের সভাপতি গৌতম মাঝি সহ কয়েকজন বিজেপি কর্মী। আহতদের উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।বুধবার সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেদিনই উত্তরপাড়ায় পালটা সভা ছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ওই সভার অন্যতম উদ্যোক্তা ছিলেন গৌতম মাঝি। অভিযোগ, সভা শেষের পর দলীয় কার্যালয়ে বসে থাকার সময় আচমকা দলেরই কয়েকজন তাঁর উপর চড়াও হয়। উপস্থিত কয়েকজন কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। গৌতম মাঝির দাবি, সম্প্রতি দলের জেলাস্তরের কয়েকজন নেতা তাঁকে মণ্ডল সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। বুধবার ফের সেই চাপ দেওয়া হলে তা নিয়ে বচসা বাঁধে। সেই বচসার জেরেই তাঁর উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে ও অন্যদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার বিষয়ে শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুমন ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলের রাজ্য নেতা স্বপন পাল জানান, বিষয়টি দলীয় স্তরে খতিয়ে দেখা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। নিজস্ব চিত্র