মাদক বেচে মাসে এক কোটি আয়, ধৃতকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য
বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হেরোইন বিক্রি করে মাসিক আয় এক কোটি টাকা। উল্টোডাঙা থেকে নিষিদ্ধ মাদক ব্যবসায়ী আসমা খাতুন পেয়াদাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে এই তথ্য পেয়ে অবাক বেঙ্গল এসটিএফের অফিসাররা। বুধবার রাতে তাকে ধরা হয়। মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে এক কেজির বেশি হেরোইন। ২৫ জানুয়ারি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর নিমতা থানা এলাকা থেকে একটি গাড়ি আটক করেন এসটিএফের অফিসাররা। তাতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪১০ গ্রাম হেরোইন ও মাদকের পাওয়ার বাড়ানোর পাউডার। গ্রেপ্তার করা হয় চারজনকে। তাদের জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, বস্তা বস্তা হেরোইন কিনছে আসমা খাতুন নামে এক মহিলা। উত্তর ২৪ পরগনা, নদীয়াসহ বিভিন্ন জায়গা থেকে লরি লরি নিষিদ্ধ মাদক তার কাছে আসছে। এরপর বেঙ্গল এসটিএফের টিম উল্টোডাঙা এলাকা থেকে আসমাকে গ্রেপ্তার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জেনেছেন, প্রতিদিন গড়ে চার লক্ষ টাকার হেরোইন বিক্রি করে সে। লেনদেন হয় নগদে।