• মহানগরের ইতিহাস জানা যাবে সহজে, টাউন হলে ডিজিটাল লাইব্রেরির প্রস্তাব
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার ইতিহাস বহু প্রাচীন। ব্রিটিশ যুগ পূর্ববর্তী কলকাতা থেকে ইংরেজ শাসনাধীন কলকাতা। বা স্বাধীনতা পরবর্তী কলকাতা। এই ইতিহাস ঐতিহ্যশালী। এ সংক্রান্ত তথ্য এবং নথিপত্র লিপিবদ্ধ আছে কলকাতা পুরসভার আর্কাইভে। সেই আর্কাইভ ডিজিটালাইজড করে সাধারণ মানুষের চোখের সামনে আনতে চায় পুরসভা। তার জন্য টাউন হলে তৈরি হবে ডিজিটাল লাইব্রেরি। বৃহস্পতিবার পুরসভার মাসিক অধিবেশনে কাউন্সিলার অরূপ চক্রবর্তীর প্রস্তাবের উত্তরে এ কথা জানান মেয়র পারিষদ দেবাশিস কুমার।এদিন অধিবেশনে অরূপ চক্রবর্তী প্রস্তাবে বলেন, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস, তথ্য-নথি সবই লিপিবদ্ধ হয়ে আছে পুরসভার আর্কাইভে। এসবই আমরা ডিজিটাইজ করে রেখেছি। অরূপবাবুর প্রস্তাব, এমন অনেক তথ্য যা আর্কাইভে ডিজিটাইজ করে রাখা আছে, তার কপি টাউন হলেও রাখা হোক, যাতে গবেষক, লেখক, পাঠকেরা তার সদ্ব্যবহার করতে পারেন। এইসব কথা বলতে গিয়ে অরূপবাবু বারবার ‘রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে জন্ম হওয়া’ কিংবা ‘মাতঙ্গিনী হাজরা মুসলিম’ থেকে শুরু করে বিজেপির সভাপতি নীতিন নবীনের মন্তব্য ‘শান্তিতে নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ’ নিয়ে বিজেপিকে খোঁচা দেন। যার পাল্টা বলতে উঠে বিজেপি কাউন্সিলার বিজয় ওঝা রাজা রামমোহনের ‘পতিদাহ প্রথা’ বলে পাল্টা কটাক্ষ ফিরিয়ে দেন। মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, টাউন হলে আন্তর্জাতিক মানের ডিজিটাল লাইব্রেরি করার প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। খড়্গপুর আইআইটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বহু বিশিষ্ট মানুষকে নিয়ে তৈরি কমিটিও রিপোর্ট দিয়েছেন। যার ভিত্তিতে রাজ্য সরকারের কাছে অর্থ চাওয়া হয়েছে। বরাদ্দ এলে কাজ হবে। সেক্ষেত্রে মহানগরের ইতিহাস থেকে শুরু করে বাংলার গান, খেলাধুলো, সিনেমার জগতের ইতিহাস জানারও সুযোগ থাকবে। প্রতিটি নিয়ে আলাদা আলাদা সেগমেন্ট করা হবে।
  • Link to this news (বর্তমান)