• আনন্দপুর অগ্নিকাণ্ডে পথে শুভেন্দু, নিপা আতঙ্কে সামান্য স্বস্তি, আর কোন খবরে আজ রাখতে হবে নজর?
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৬
  • সপ্তাহের শেষ কাজের দিন, শুক্রবার রাজ্য থেকে জাতীয় স্তরে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। একদিকে আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামছে বিরোধী পক্ষ, অন্যদিকে দেশজুড়ে পালিত হচ্ছে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। নিপা ভাইরাস নিয়ে মিলল স্বস্তির খবরও। আজ সারা দিন নজর থাকবে যে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে:

    কলকাতার আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু এবং বহু নিখোঁজের ঘটনায় আজ রাস্তায় নামছে বিজেপি। এই ঘটনাকে সরকারের দুর্নীতি ও অবহেলাজনিত ‘ম্যান-মেড’ বিপর্যয় আখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি নিয়ে আজ ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেবেন তিনি।

    আজ মহাত্মা গান্ধীর ৭৮তম প্রয়াণ দিবস। ১৯৪৮ সালে এই দিনেই হত্যা করা হয়েছিল জাতির জনককে। প্রতি বছর দিনটি ‘শহিদ দিবস’ হিসেবে পালিত হয়। আজ সকাল ১১টায় সুপ্রিম কোর্ট, সরকারি অফিস, স্কুল-কলেজ-সহ সারা দেশে ২ মিনিটের নীরবতা পালন করা হবে।

    বারাসতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নিপা ভাইরাসে আক্রান্ত পুরুষ নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসা ওই নার্সকে আজ, শুক্রবারই ছুটি দেওয়া হতে পারে। তবে আক্রান্ত মহিলা নার্সের অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি কোমায় থাকলেও তাঁকে আংশিক ভাবে ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের করে আনা গিয়েছে।

    ১ ফেব্রুয়ারি, রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার আগে আজ, ৩০ জানুয়ারি সংসদের দুই কক্ষেই ছুটি থাকছে। গত দু’দিন রাষ্ট্রপতির ভাষণ এবং ইকোনমিক সার্ভে পেশ হওয়ার পরে আজ কোনও নির্ধারিত কার্যক্রম নেই। সব নজর এখন রবিবারের মেগা বাজেটের দিকে।

    রঞ্জি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে পিঠ বাঁচাতে লড়ছে বাংলা। ব্যাটিং বিপর্যয়ের দিনেও আশার আলো দেখাচ্ছেন সুদীপ চট্টোপাধ্যায় (৭৮*)। ১৬৮-৫ স্কোর নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবে বাংলা। সুদীপ ও শাকির হাবিব গান্ধী জুটি আজ দলকে কতটা টানতে পারে, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

  • Link to this news (এই সময়)