ব্যানার টাঙানো নিয়ে উত্তপ্ত হয়ে উঠল কেরালার কান্নুর। বৃহস্পতিবার রাতে DYFI-এর সঙ্গে প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়ে যুব কংগ্রেসের কর্মীরা। ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
ইরানকে ফের হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি বলে দিলেন, ‘আমাদের অনেক বড় আর শক্তিশালী জাহাজ এগোচ্ছে।’ ইরানকে বিক্ষোভকারীদের উপর অত্যাচার বন্ধ করার পরামর্শও দিয়েছেন তিনি।
কলকাতার আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ অনেক। ঘটনার প্রতিবাদে পথে নামছে বিজেপি। কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতিতে শুক্রবার বিজেপির কর্মী-সমর্থকদের নিয়ে ইএম বাইপাসের কাছে ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আজ মহাত্মা গান্ধীর ৭৮তম প্রয়াণ দিবস। ১৯৪৮ সালে এই দিনেই হত্যা করা হয়েছিল জাতির জনককে। প্রতি বছর এই দিনটি ‘শহিদ দিবস’ হিসেবে পালিত হয়। শুক্রবার সকাল ১১টায় সুপ্রিম কোর্ট, সরকারি অফিস, স্কুল-কলেজ-সহ সারা দেশে ২ মিনিট নীরবতা পালন করা হবে।