চলন্ত গাড়িতে এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। উত্তরাখণ্ডের রুদ্রপুর এলাকার ঘটনা। ওই তরুণীকে লিফট দেওয়ার নাম করে তুলে নিয়ে যাওয়ার পরে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই তরুণী উধম সিং নগরের রুদ্রপুরের সিডকুল শিল্প এলাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত। লিফট দেওয়ার অজুহাতে দুই ব্যক্তি তাঁকে তাঁদের গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
ওই তরুণী রুদ্রপুর এলাকার বাসিন্দা। গত সোমবার তিনি কাজে যাচ্ছিলেন। সেখানকার ট্র্যানজিট ক্যাম্প এলাকায় যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন তিনি। তখনই একটি গাড়িতে দু'জন এসে তাঁকে লিফট দেওয়ার প্রস্তাব দেন। তাঁকে তাঁর কর্মস্থলে নামিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছিলেন ওই দু'জন। তাঁদের কথায় বিশ্বাস করেই গাড়িতে উঠেছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা তাঁকে তাঁর কর্মস্থলে নিয়ে যাওয়ার পরিবর্তে আগে থেকেই ঠিক করা একটি জায়গায় নিয়ে গিয়েছিলেন। সেখানেই গাড়ির মধ্য ধর্ষণ করা হয় তাঁকে বলে অভিযোগ জানিয়েছেন ওই তরুণী। তাঁর অভিযোগ, যৌন নির্যাতন করার পরে তাঁকে ফাঁকা এবং নির্জন জায়গায় নামিয়ে দিয়ে চলে গিয়েছিল ওই দু’জন। সেখান থেকে কোনও মতে ট্র্যানজিট ক্যাম্প থানায় এসে পুলিশের কাছে অভিযোগ জানা তিনি।
রুদ্রপুরের সার্কেল ইন্সপেক্টর প্রশান্ত কুমার জানিয়েছেন, তরুণীর অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়। অভিযুক্তদের ধরার জন্য একাধিক দল গঠন করে তল্লাশি শুরু হয়। ওই তল্লাশি অভিযানে মঙ্গলবার রাহুল দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, রাহুল উত্তরপ্রদেশের পিলভিটের গাবিয়া সরাই এলাকার বাসিন্দা। রুদ্রপুরের আদর্শ কলোনিতে থাকতেন তিনি। পরে অন্য অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, অপরাধের জন্য ব্যবহৃত গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ওই গাড়িটি একটি হোটেলের কাছে ফেলে গিয়েছিলেন অভিযুক্তরা। ওই গাড়ির ফরেন্সিক পরীক্ষা করাও হচ্ছে। ওই গাড়ি থেকে তরুণীর চুল এবং আরও কিছু জিনিস পাওয়া গিয়েছ বলেও জানিয়েছেন আধিকারিকরা।