• তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা সেবকের BLO-র, SIR-কেই দুষছে পরিবার
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৬
  • রাজ্য জুড়ে SIR-এর কাজ চলছে। এনিউমারেশন ফর্ম বিলির কাজ শেষ। প্রকাশ হয়েছে খসড়া তালিকাও। রাজ্য জুড়ে হিয়ারিংও চলছে। এই পরিস্থিতিতে মাঝেমধ্যেই BLO-দের মৃত্যুর খবর সামনে আসছে। কখনও আত্মহত্যা, কখনও অসুস্থ হয়ে মৃত্যু হচ্ছে বিএলও-দের। এ বার শিলিগুড়িতে এক BLO-র আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

    সূত্রের খবর, বৃহস্পতিবার BLO-র দায়িত্বে থাকা স্কুল শিক্ষক সর্বন কাহার (৪২) আত্মহত্যা করেছেন। তিনি শিলিগুড়ি পুরনিগমের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় একটি স্কুলের শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার বিকেলে সেবকে তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই BLO। পরিবারের দাবি, SIR-এর কাজের চাপ সামলাতে না পেরেই আত্মহত্যা করেছেন সর্বন।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান সর্বন। বিকেল সাড়ে চারটে নাগাদ কয়েকজন স্থানীয় তাঁকে তিস্তা নদীতে ঝাঁপ দিতে দেখেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে সেবক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কয়েক ঘণ্টার চেষ্টায় সর্বনের দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সর্বনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    ঘটনার খবর পেয়ে রাতেই মেডিক্যাল কলেজে গিয়ে পৌঁছন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক জানিয়েছেন, SIR নিয়ে মানসিক চাপে ছিলেন BLO। তার জেরেই আত্মহত্যা করেছেন তিনি।

  • Link to this news (এই সময়)