• পুলিশের প্যাট্রলিং ভ্যানে সজোরে ধাক্কা কলকাতামুখী যাত্রিবাহী বাসের, মৃত ১
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৬
  • পুলিশের প্যাট্রোলিং ভ্যানে ধাক্কা বেপরোয়া বাসের। মৃত্যু হোমগার্ডের। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ঘটেছে বর্ধমানের নবাবহাট এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে। দুর্গাপুরের দিক থেকে আসা যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ভ্যানে ধাক্কা দেয়। ভ্যানে থাকা এক অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর (ASI), হোমগার্ড এবং পুলিশ ভ্যানের চালক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই হোমগার্ড ত্রিদিব দে (৩৫)-কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দু’জনকে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

    ইতিমধ্যেই ওই বাসটিকে আটক করেছে পুলিশ। বাসে গুটিকয়েক যাত্রী ছিলেন। তাঁরা সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। বাসের চালক মত্ত অবস্থায় ছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাসের চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনার সময়ে বাসটির গতিবেগ কত ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখবেন তদন্তকারীরা, জানা গিয়েছে এমনটাই।

  • Link to this news (এই সময়)