• আনন্দপুর অগ্নিকাণ্ডে আরও দু’জন গ্রেপ্তার
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে বড় পদক্ষেপ করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম মনোরঞ্জন সিট এবং রাজা চক্রবর্তী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা একটি মোমো সংস্থার যথাক্রমে ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার পদে কর্মরত ছিলেন। এর আগে এই ঘটনায় ডেকরেটর্স সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করা হয়েছিল। পরপর গ্রেপ্তারে অগ্নিকাণ্ডের নেপথ্য কারণ নিয়ে তদন্ত আরও জোরদার হয়েছে বলে মনে করা হচ্ছে।

    এরই মধ্যে ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিয়েছে জনপ্রিয় ওই মোমো সংস্থা। তাদের তরফে দাবি করা হয়েছে, আগুনের উৎস তাদের গুদাম নয়, বরং পাশের একটি গুদামঘর। অভিযোগ, সেখানে রাতে বেআইনিভাবে রান্না করা হচ্ছিল এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে তাদের গুদামে।বিবৃতিতে সংস্থা জানায়, আনন্দপুরে ভাড়াবাড়িতে থাকা তাদের ওয়্যারহাউসে আগুন লাগে পাশের ডেকরেটর ব্যবসার গুদাম থেকে। ঘটনার সময় ওয়্যারহাউসে একজন নিরাপত্তাকর্মী এবং দু’জন সাধারণ কর্মী উপস্থিত ছিলেন। ধোঁয়া ও আগুনের জেরে তিনজনেরই মর্মান্তিক মৃত্যু হয় বলে দাবি সংস্থার।মৃত কর্মীদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে ওই মোমো সংস্থা জানিয়েছে, প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি পরিবারগুলিকে আজীবন মাসিক বেতনের সমপরিমাণ সহায়তা এবং মৃত কর্মীদের সন্তানদের শিক্ষার সম্পূর্ণ খরচ বহন করার কথাও ঘোষণা করেছে তারা।

     
  • Link to this news (আজকাল)