• মালদা বিমানবন্দর নিয়ে সংসদে খগেনের প্রশ্নে অস্বস্তিতে পদ্মই
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৬
  • এই সময়, নয়াদিল্লি: সামনেই বাংলার বিধানসভার নির্বাচন। এর মধ্যে বৃহস্পতিবার সংসদে মোদী সরকার এবং বিজেপিকে প্রবল অস্বস্তিতে ফেলে দিলেন দলেরই মালদা উত্তর কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু। ট্রেজারি বেঞ্চে দাঁড়িয়ে তাঁর অভিযোগ, বারবার বিমানমন্ত্রী রামমোহন নাইডুকে তিনি মালদায় নতুন বিমানবন্দর তৈরির দাবি জানালেও তা মানা হচ্ছে না। খগেনের কথায়, 'মালদা শিলিগুড়ি থেকে ২৫০ এবং কলকাতা থেকে ৩৫০ কিলোমিটার দূরে। মালদায় বিমানবন্দর হলে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের যাত্রীদের সুবিধে হবে।'

    দলেরই সাংসদ কেন্দ্রীয় সরকারের ইতিবাচক অভিপ্রায় নিয়ে প্রশ্ন তোলায় অস্বস্তিতে পড়ে যায় গোটা ট্রেজারি বেঞ্চ। তখন সেখানে বসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু-সহ হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীরা। উত্তর দিতে উঠে খগেনের সক্রিয়তার প্রশংসা করে পাল্টা পশ্চিমবঙ্গ সরকারকে কাঠগড়ায় তোলেন রামমোহন। তাঁর দাবি, 'মালদায় একটা পুরোনো এয়ারস্ট্রিপ আছে। তা সম্প্রসারণের লক্ষ্যে ২০১৬-য় পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি মউ সই হয়েছিল। এর পরে পশ্চিমবঙ্গ সরকার ওখানে কোনও কাজই করেনি। মালদাকে উডান প্রকল্পের জন্য বিবেচনা করছি। বিডিংয়ের জন্যও খুলে দিয়েছি। কয়েকটি এয়ারলাইন্স উৎসাহও দেখিয়েছে।'

    মন্ত্রীর সংযোজন, '২০২৬-এ উডান প্রকল্প শেষ হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এখানে উপস্থিত। তিনি আগেই জানিয়েছেন, উড়ান প্রকল্পকে নতুন করে পরিমার্জন করা হবে, যেখানে নতুন ১২০টি ডেস্টিনেশন শুরু হবে। তখন মালদাকে অন্তর্ভুক্ত করা হবে।'

  • Link to this news (এই সময়)