• BJP কর্মীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের কর্মীর বিরুদ্ধে, বাঁকুড়ার ঘটনায় গ্রেপ্তার ১
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৬
  • BJP কর্মীর দাদাকে রাস্তায় ফেলে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার খটনগর গ্রামে। এই ঘটনায় অভিযোগের তির রাজ্যের শাসকদলের দুই কর্মীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুজয় রং। মৃতের ভাই প্রসাদ রং এলাকায় BJP কর্মী হিসেবে পরিচিত। ঘটনায় ইন্দাস থানায় অভিযোগ দায়ের করেছেন BJP বিধায়ক নির্মলকুমার ধাড়া। অভিযোগের ভিত্তিতে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    স্থানীয় সূত্রের খবর, খটনগরের বাসিন্দা সুজয় রং বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ডিম কেনার জন্য গ্রামের কলোনির শিবতলা এলাকায় গিয়েছিলেন। সেই সময়েই স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত নয়ন রায় এবং পিন্টু রায় বিজেপি কর্মী সুজয়কে ঘিরে ধরে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। সুজয়কে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে বেধড়ক মারধর করা হয়।

    এই ঘটনা নজরে আসতেই স্থানীয়রা সুজয়কে উদ্ধার করার জন্য এগিয়ে এলে এলাকা ছেড়ে পালিয়ে যান দুই অভিযুক্ত। খবর দেওয়া হয় সুজয়ের পরিবারের সদস্যদের। এরপরে তাঁকে উদ্ধার করে স্থানীয়রা ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার রাতেই মৃতের পরিবারকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ইন্দাসের BJP বিধায়ক নির্মলকুমার ধাড়া। তাঁর অভিযোগ, BJP করার জন্যই পিটিয়ে মারা হয়েছে সুজয়কে।

    অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তৃণমূল কর্মী পিন্টু রায়কে গ্রেপ্তার করেছে। যদিও, BJP-র অভিযোগ, এই ঘটনায় আরও অনেকেই জড়িত রয়েছে। বাকিদের গ্রেপ্তার না করা হলে আরও বড় আন্দোলনে নামবে BJP, এমনই হুঁশিয়ারি দিয়েছেন BJP-র বিধায়ক নির্মলকুমার ধাড়া। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত। তিনি বলেছেন, ‘মদের আসরে বচসার জেরে এই ঘটনা ঘটেছে। BJP সবকিছুতেই রাজনৈতিক রং লাগায়।’

  • Link to this news (এই সময়)