• বিমানে মিলল হাইজ্যাক ও বোমা বিস্ফোরণের হুমকি, তড়িঘড়ি জরুরি ল্যান্ডিং ইন্ডিগো ফ্লাইটের
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৬
  • ফ্লাইট হাইজ্যাক করে বিস্ফোরণ ঘটানো হবে। এমনই হুমকি লেখা একটি চিঠি পাওয়া গিয়েছিল মাঝ আকাশে থাকা ফ্লাইটের মধ্যে। তারপরেই তড়িঘড়ি আপৎকালীন অবতরণ করানো হলো ইন্ডিগোর একটি ফ্লাইটকে। শুক্রবার কুয়েত থেকে দিল্লি আসছিল ইন্ডিগোর ওই ফ্লাইট। সেটিকেই আমেদাবাদে অবতরণ করানো হয়। এ দিন ভোর ৬টা বেজে ৪০ মিনিটে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি। সংবাদমাধ্যম সূত্রের খবর, ১৮০ জন যাত্রী ছিলেন সেই ফ্লাইটে। তাঁদের সবাইকে তড়িঘড়ি ফ্লাইট থেকে নামানো হয়।

    সূত্রের খবর, বিমানের মধ্যে একটি টিস্যু পেপারে হুমকি বার্তা লেখা ছিল। সেখানে লেখা ছিল ওই ফ্লাইটটিকে হাইজ্যাক করা হবে এবং বোমা বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হবে। এর পরেই তড়িঘড়ি সেটিকে আমেদাবাদে অবতরণ করানো হয়। তদন্ত শুরু হয়েছে দ্রুত। এয়ারপোর্ট সূত্রে জানা গিয়েছে, প্রতি যাত্রীকে আলাদা করে পরীক্ষা করা হয়েছে এবং সব ব্যাগেজ আলাদা করে চেক করা হয়েছে। স্ট্যান্ডার্ড থ্রেট রেসপন্স প্রোটোকল জারি করে সব দিক খতিয়ে দেখা হয়েছে বলে জানানো হয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, শেষ পর্যন্ত সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়নি।

  • Link to this news (এই সময়)