• গাড়ি পার্ক করবেন? দীপাদের নিয়মটাও কিন্তু মানতে হবে
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৬
  • সঞ্জয় দে, দুর্গাপুর

    দুর্গাপুর শিল্পাঞ্চলে 'গিগ' শ্রমিকের তালিকায় অনেক দিন আগেই নাম লিখিয়েছেন মহিলারা। শহরের রাস্তায় টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন বহু মহিলা। কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবসায় এত দিন পর্যন্ত কোনও মহিলাকে দেখা যায়নি। সেখানে একচেটিয়া দাপট ছিল পুরুষদের। সম্প্রতি দুর্গাপুরে গাড়ি পার্কিং ব্যবসায় সামনের সারিতে উঠে এসেছেন মহিলারা। সিটি সেন্টার-সহ শহরের একাধিক জায়গায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি গাড়ি পার্কিং ব্যবসার দায়িত্ব নিয়েছে।

    সাফল্যের সঙ্গে ব্যবসা করার সঙ্গে স্বনির্ভরতার নতুন দিশা পেয়েছেন মহিলারা। এখন পর্যন্ত প্রায় ৩০০ মহিলা গাড়ি পার্কিং ব্যবসার সঙ্গে যুক্ত। আগামী দিনে আরও বেশি সংখ্যক মহিলা এই ব্যবসায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন এডিডিএ কর্তৃপক্ষ। সিটি সেন্টার-সহ শহরের ১৩টি জায়গায় গাড়ি পার্কিংয়ের জন্য টেন্ডার করে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা (এডিডিএ)। টেন্ডারে অংশ নিয়ে গাড়ি পার্কিংয়ের ব্যবসা করার সুযোগ পান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। প্রায় ৩৫০ জন মহিলা এই মুহূর্তে যুক্ত। সিটি সেন্টার বাসস্ট্যান্ড-সহ একাধিক পার্কিং প্লেসে কাজ করছেন তাঁরা।

    বৃহস্পতিবার এডিডিএ অফিসে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এডিডিএ-এর চেয়ারম্যান কবি দত্ত, সিইও অদিতি চৌধুরী, ডিসি ট্র্যাফিক পিভিজি সতীশ-সহ ট্র্যাফিক বিভাগের অন্য আধিকারিকরা। পার্কিং ব্যবসা করতে গিয়ে তাঁরা কী ধরনের সমস্যার মুখে পড়ছেন, কী ভাবে সমস্যার সমাধান হতে পারে, তা নিয়ে আলোচনা হয়। দীপা দে নামে এক মহিলা বলেন, 'কেউ যদি নো পার্কিং জোনে গাড়ি রাখেন, আমাদের মহিলারা গিয়ে তাঁকে নির্দিষ্ট পার্কিং প্লেসে গাড়ি রাখার অনুরোধ করছেন। অনেকে নির্দিষ্ট জায়গায় গাড়ি রাখছেন, কেউ হুমকিও দিচ্ছেন।'

    এই মহিলাদের অনেকে ব্যক্তিগত সঞ্চয় থেকে টাকা দিয়ে অথবা সোনার গয়না বন্ধক রেখে ব্যবসায় যুক্ত হয়েছেন। কাকলি মজুমদার বলছিলেন, 'কিছুটা ঝুঁকি নিয়ে যুক্ত হয়েছি। তবে যে ভাবে সবাই সহযোগিতা করছেন, তাতে প্রত্যেকে স্বনির্ভর হতে পারব।' মহিলাদের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন ডিসি ট্র্যাফিক। তিনি বলেন, 'রাস্তার ধারে বা উপরে গাড়ি রাখলে আর্থিক জরিমানা হচ্ছে। প্রত্যেক দিন গড়ে ৪০টি গাড়ির জরিমানা হচ্ছে। নির্দিষ্ট পার্কিং প্লেসে গাড়ি রাখতে হবে।' এডিডিএ চেয়ারম্যান বলেন, 'মহিলারা প্রত্যেকেই বাড়ির বউ। এর আগে কখনও গাড়ি পার্কিংয়ের ব্যবসা করেননি। শুরুতে একটু অসুবিধা হচ্ছে, পরে ঠিক হয়ে যাবে। আরও মহিলাকে এই ব্যবসায় যুক্ত করার সুযোগ দেওয়া হবে। সাধারণ মানুষের কথা চিন্তা করে পার্কিং-ফি আগের থেকে অনেক কম করে দেওয়া হয়েছে।'

  • Link to this news (এই সময়)