• 'লগ্নভ্রষ্ট' হওয়ার আগে শুনানি সারলেন বর
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী, বিধায়ক, ক্রিকেটার, অভিনেতা- এসআইআর শুনানিতে বাদ পড়েননি কেউই।

    এবার এসআইআর শুনানিতে বিয়ের সাজে হাজির হলেন বরমশাই। শুক্রবার রঘুনাথগঞ্জ-২ ব্লকের সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের শুনানি ক্যাম্পে  তাঁকে দেখে তো সকলেই হতবাক!

    বিয়ের মণ্ডপ ছেড়ে বরকে শুনানির লাইনে দেখে অনেকেই মুখ টিপে হেসেছেন, আবার অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। কিন্তু শুনানির দীর্ঘ লাইনে দাঁড়ালে বর 'লগ্নভ্রষ্ট' হতে পারেন।

    তাই রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান বরমশাইয়ের পাশে দাঁড়ালেন। শুনানির জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের অনুরোধ করেন বরমশাইকে আগে ছেড়ে দেওয়ার।

    মন্ত্রীর অনুরোধে সকলে লাইন ছেড়ে দেওয়ায় সহজেই এসআইআর শুনানি মিটিয়ে সময়মতো বিয়ে করতে চলে যান মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-২ ব্লকের সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নয়ন শেখ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বহুদিন আগে থেকেই নয়নের বিয়ের দিন এবং বিয়ের সময় ঠিক হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার সকালেই শুনানির জন্য ডাক পড়ে নয়নের। 

    কিন্তু তাঁর বিয়ের সময় বেলা এগারোটায় থাকায় এসআইআর শুনানি নিয়ে যথেষ্টই উদ্বেগের মধ্যে ছিলেন নয়ন এবং তাঁর পরিবার।  এই পরিস্থিতিতে ত্রাতা হিসেবে এগিয়ে এলেন রাজ্যে বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী।

    তিনি নিজে বরমশাইকে সঙ্গে নিয়ে পৌঁছে যান সম্মতিনগরের শুনানি ক্যাম্পে। তারপর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের অনুরোধ করেন নয়নকে আগে ছেড়ে দেওয়ার জন্য।

    মন্ত্রীর অনুরোধে সকলেই নয়নকে আগে শুনানির জন্য ছেড়ে দেন।  এরপর সময় মতো শুনানি পর্ব মিটিয়ে তিনি রওনা দেন বিবাহ মণ্ডপের উদ্দেশ্যে। 

    নয়ন বলেন, "আজ আমার বিয়ে। আর আজ সকালেই আমার শুনানির ডাক পড়েছে। শুনানির জন্য প্রত্যেক দিন অনেক লম্বা লাইন পড়ছে। এই লাইনে দাঁড়ালে আমার বিয়ের সময় পেরিয়ে যেত। মন্ত্রী মশাইয়ের সাহায্যে কোনওরকম লাইন ছাড়াই এসআইআর শুনানি সারলাম। এবার নিশ্চিন্ত মনে বিয়ে করতে যেতে পারব।"

    তিনি আরও বলেন, "শুধু আমি নই, প্রত্যেকটা মানুষই হয়রানির শিকার হচ্ছেন। সকাল থেকে প্রচুর সাধারণ মানুষ কাজকর্ম ছেড়ে লাইনে এসে দাঁড়াচ্ছেন সারাদিনের জন্য। আবার কাউকে দু'দিনও দাঁড়াতে হচ্ছে লাইনে। তবুও কাজ হচ্ছে না।" রাজ্যে বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান জানান, "এসআইআর শুনানির নামে বিজেপি সরকার সাধারণ মানুষকে হয়রানি করছে। আজ একটা ছেলের বিয়ের দিন। সেই দিনই তাকে শুনানির জন্য ডাকা হয়েছে! তাঁর বিয়ের সময় সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে। কিন্তু এই শুনানির জন্য সে ঠিক সময় বিবাহ মণ্ডপে উপস্থিত হতে পারত না।" 

    তিনি আরও বলেন,"আমি এসে এখানে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনকে অনুরোধ করে নয়নের শুনানি পর্ব আগে মিটিয়ে দিলাম। এখন সে নিশ্চিন্ত মনে নতুন জীবন শুরু করতে যেতে পারবে।"
  • Link to this news (আজকাল)