আজ প্রায় ১৮ ডিগ্রি ছুঁল, আগামী ৭ দিনে কত চড়তে পারে পারদ? পূর্বাভাস
আজ তক | ৩০ জানুয়ারি ২০২৬
প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেল কলকাতার তাপমাত্রা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও পারদ ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণবঙ্গ, কোথাও তাপমাত্রায় বড়সড় ওঠানামার সম্ভাবনা নেই। অর্থাৎ, রাজ্যে আর জাঁকিয়ে শীত ফেরার ইঙ্গিত মিলছে না। তবে কুয়াশার দাপট বজায় থাকবে।
গত কয়েক দিন ধরে শেষ রাত বা ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকলেও, বেলা বাড়তেই গরম বাড়ছে। শুক্রবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি।
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শুক্রবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যে। কল্যাণীতে পারদ নেমেছে ১৩ ডিগ্রিতে, আসানসোলে ১৫ ডিগ্রি, পুরুলিয়ায় ১৬ ডিগ্রি, কাঁথিতে ১৬.৬ ডিগ্রি, ক্যানিংয়ে ১৫.৬ ডিগ্রি এবং বর্ধমানে ১৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরে। শুধু দার্জিলিঙে তাপমাত্রা নেমে এসেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে পশ্চিমবঙ্গের কোথাও তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। যদিও শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে একটি নতুন পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করছে, তবুও তার সরাসরি প্রভাব রাজ্যের তাপমাত্রায় পড়বে না।
তবে কুয়াশা নিয়ে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারে নেমে যেতে পারে। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গেও পাঁচটি জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।