কবি সুভাষে রিভার্সের ছাড়পত্র, শহিদ ক্ষুদিরামে আর দেরি হবে না, বড় পরিকল্পনা মেট্রোর
আজ তক | ৩০ জানুয়ারি ২০২৬
দীর্ঘদিন ধরে বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। স্টেশনটি ভেঙে নতুন করে গড়ে তোলার কাজ চলছে। এই পরিস্থিতিতে মেট্রো পরিষেবা নিয়ে নিত্যযাত্রীদের ভোগান্তি কমাতে বড় সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। কবি সুভাষ মেট্রো স্টেশন দিয়ে রেক রিভার্স করার অনুমোদন দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)। মেট্রোর দাবি, এর ফলে প্রতিদিনের দেরি ও ধীরগতির সমস্যা অনেকটাই কমবে।
বর্তমানে কবি সুভাষ মেট্রো স্টেশন সম্পূর্ণ প্রস্তুত না হলেও, সেখানে লাইনের ত্রুটি মেরামতের কাজ শেষ হয়েছে। এতদিন ডাউন লাইনে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করত। এরপর যাত্রী নামিয়ে রেক খালি করে কবি সুভাষ স্টেশনে নিয়ে যাওয়া হতো এবং একই লাইন ব্যবহার করে ফের আপ লাইনে শহিদ ক্ষুদিরামের দিকে রেক ফিরিয়ে আনা হতো। কারণ কবি সুভাষ স্টেশনের রিভার্স লাইনে বড়সড় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল।
অবশেষে সেই ত্রুটি মেরামত হওয়ায় এখন কবি সুভাষ মেট্রো স্টেশনে গিয়ে রেক সরাসরি রিভার্স করে আপ লাইনে ফিরতে পারবে। এর ফলে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি বন্ধ হবে এবং গতি স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে মেট্রো রেলের তরফে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, এতদিন ২০৮টি ট্রেনের মধ্যে ৩৩টি ট্রেন দক্ষিণেশ্বর থেকে এসে মহানায়ক উত্তম কুমার স্টেশনেই শেষ হয়ে যেত। বাকি ১৭৫টি ট্রেন কবি সুভাষ পর্যন্ত যেত। রিভার্স লাইনের সমস্যার কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এখন সেই সমস্যা মিটে যাওয়ায় পুরনো ব্যবস্থাও বন্ধ করা হয়েছে।
মেট্রোর আধিকারিকদের বক্তব্য, একটি মাত্র লাইন ব্যবহার করে রেক আনা-নেওয়ার কারণে প্রচুর সময় নষ্ট হচ্ছিল। ফলে যাত্রীদের প্রতিদিনই দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির মুখে পড়তে হচ্ছিল। সিআরএস-এর ছাড়পত্র মেলায় সেই দুর্ভোগের অবসান ঘটতে চলেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ জুলাই থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রয়েছে। নতুন করে স্টেশন নির্মাণের কাজ চলছে এবং চলতি বছরের জুলাই-আগস্ট মাস নাগাদ পরিষেবা চালু করার লক্ষ্য রয়েছে। তার আগেই রিভার্সের অনুমতি পাওয়ায় মেট্রোর গতি বাড়বে এবং যাত্রীস্বস্তি ফিরবে বলেই আশা মেট্রো রেল কর্তৃপক্ষের।