• ভারত থেকে নিপা ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি, ৩০ জানুয়ারি: ভারতে তথা পশ্চিমবঙ্গে গত ডিসেম্বর মাসে নিপা ভাইরাসে আক্রান্ত হন দুই নার্স। তাঁরা দু’জনেই বারাসতের বাসিন্দা। নিপা আক্রান্ত পুরুষ নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আজ, শুক্রবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে মহিলা নার্সের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হলেও আশঙ্কা এখনও কাটেনি। তাই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। নতুন করে রাজ্যে বা দেশে নিপা আক্রান্তের খোঁজ মেলেনি। এর মাঝেই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ‘হু’-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার শাখার তরফে এদিন এক্সে জানানো হয়েছে, ভারত থেকে নিপা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। তাই সেদেশে ভ্রমণের উপর কোনও নিষেধাজ্ঞা জারির প্রশ্নই উঠে না। ‘হু’ জানিয়েছে, ‘পশ্চিমবঙ্গে দুই নার্স নিপাতে আক্রান্ত হওয়ার পর, কেন্দ্র ও রাজ্যসরকার মিলে দক্ষতার সঙ্গে কাজ করেছে। টেস্ট করা, নজরদারি চালানো, নিপার উৎস খোঁজার কাজে দক্ষতা দেখিয়েছে রাজ্য ও কেন্দ্রের স্বাস্থ্যবিভাগ। ওই দুই নার্সের সঙ্গে সংস্পর্শে আসা ১৯৬ জনকে চিহ্নিত করে পর্যাপ্ত পরীক্ষা করা, নজরদারি চালানো হয়েছে। তবে তাদের মধ্যে কেউ নিপা আক্রান্ত নন। রিপোর্টে তেমনটাই ধরা পড়েছে। ভারতে আর কোনও নিপা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। পরিস্থিতির উপর সর্বদা নজর রাখা হচ্ছে।’রাজ্যে নিপা আক্রান্তের খোঁজ পেতেই তৎপর হয় স্বাস্থ্যদপ্তর। দুই রোগীকে কোয়ারেন্টাইনে রেখে চলে চিকিৎসা। পাশাপাশি অন্যদিকে, কুবেরপুর, কাজিপাড়া, বারাসত, আলিপুর, দমদম, বিজয়পুর ও নদীয়া— এই সাতটি রোস্টিং সাইট থেকে মোট ৪৯টি বাদুড় সংগ্রহ করে পরীক্ষা চালানো হয়। তার মধ্যে একটি বাদুড়ের নিপা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে বলে খবর। যা প্রমাণ করছে, বাদুড়ের মধ্যে ভাইরাস সংক্রমণ ঘটেছে। তবে তা মানুষের মধ্যে এখনও ছড়িয়ে পড়েনি। এমনটাই জানা গিয়েছে।  
  • Link to this news (বর্তমান)