ফেব্রুয়ারি থেকে বড়োসড়ো বদল, দাম বাড়ছে তামাকজাতীয় দ্রব্যের, পরিবর্তন ফাস্টট্যাগেও
বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি, ৩০ জানুয়ারি: ফেব্রুয়ারি মাসের গোড়া থেকেই একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে যা সরাসরি প্রভাব ফেলতে পাড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বর্তমানে নতুন কর ব্যবস্থায় ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ট্যাক্স ফ্রি করেছে। কিন্তু পুরাতন এবং নতুন কর আইনের মধ্যে কোনটা লাভজনক হবে সেটির পার্থক্য জানতে চায় সাধারণ মানুষ। অপরদিকে ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ফাস্টট্যাগ এর জন্য কেওয়াইসি আপডেটের প্রয়োজন হবে না। এই নিয়ম লাগু হবে ১ ফেব্রুয়ারি থেকে। গাড়ির তথ্য যাচাইয়ের সম্পূর্ণ দায়িত্ব থাকবে ফাস্টট্যাগ ইস্যু করা ব্যাংকের উপর। ফলে ফাস্টট্যাগ ব্যবহারকারীদের ঝামেলা কমবে।বাজেটের দিন শেয়ারবাজার খোলা থাকবে সকাল ৯টা ১৫ থেকে বিকেল ৩টে ৩০ পযর্ন্ত। সকাল ১১টায় বাজেট ঘোষণার সময় বাজারে ওঠানামা হতে পাড়ে। এছাড়াও ১ ফেব্রুয়ারি থেকে রান্নার গ্যাসের দাম বাড়তে পারে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ফের একবার বাড়তে পারে বলে অনুমান। একই সঙ্গে সিএনজি এবং পিএনজি জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ১ ফেব্রুয়ারি থেকেই। যা ভ্রমণে প্রভাব ফেলতে পারে। এছাড়া পান মশলা, সিগারেট, তামাকজাত দ্রব্যের দাম বৃদ্ধি হতে পারে ১ ফেব্রুয়ারি থেকেই। এমনটাই জানা গিয়েছে। সব মিলিয়ে নতুন বছরের দ্বিতীয় মাসে বড়োসড়ো প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনে।