• আনন্দপুরের নাজিরাবাদের অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃত মোমো প্রস্তুতকারী সংস্থার দুই পদাধিকারী
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: জতুগৃহ আনন্দপুরের নাজিরাবাদের মোমো প্রস্তুতকারী সংস্থা ও তার লাগোয়া ডেকরেটার্সের গোডাউন। সাধারণতন্ত্র দিবসের দিন এই দুই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি সামনে আসে। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে ২৫ জনের। দেহাংশ উদ্ধার হচ্ছে। নিখোঁজ বহু। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই ডেকরেটার্সের সংস্থার মালিক গ্রেপ্তার হয়েছেন। গতকাল, বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও দু’জন। নরেন্দ্রপুর থানার হাতে গ্রেপ্তার হয়েছেন তারা। ধৃতরা ওই মোমো প্রস্তুতকারী সংস্থার পদস্থ কর্তা বলে জানা গিয়েছে। ধৃতদের আজ, শুক্রবারই বারুইপুর আদালতে তোলা হয়েছে। ইতিমধ্যেই নাজিরাবাদের এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে রাজনীতির পারদ চড়ছে। অগ্নিকাণ্ডের ঘটনার চারদিন পরেও এখনও নিখোঁজদের সন্ধান চালানো হচ্ছে।গতকাল, বৃহস্পতিবার আগুনে বেঁকে যাওয়া অ্যাসবেস্টাস, লোহার কাঠামো ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পুরসভার ডেমোলিশন টিম। ক্রেনে উঠে ডেকরেটার্স সংস্থার টিনের চাল কেটে আলাদা করা হয়। সরানো হয় বিভিন্ন লোহার রড ও অন্যান্য কাঠামো। কর্মীরা গ্যাস কাটার, হাতুড়ি প্রভৃতি সরঞ্জাম ব্যবহার করে এই কাজ করেন। এখনও ওই ধ্বংসস্তূপের নীচে দেহ থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। তাই গতকালও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলল জোর কদমে। ধ্বংসস্তূপের ভিতরে ইতিউতি ছড়িয়ে রয়েছে হাড়গোড়। সেসব উদ্ধার করতেই এখন রীতিমত কাল ঘাম ছুটছে পুলিশের। আগুনের জন্য যেভাবে কাঠামোগুলি ভেঙে পড়ে রয়েছে, সেগুলি সরাতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে।  
  • Link to this news (বর্তমান)