• রশ্মি গ্রুপে ইডি ও আয়করের যৌথ হানা চলছে তিন দিন ধরে 
    দৈনিক স্টেটসম্যান | ৩০ জানুয়ারি ২০২৬
  • বুধবার দুপুরে খড়গপুর ও ঝাড়গ্রামে রশ্মি গ্রুপের বিভিন্ন কারখানায় আয়কর দপ্তর হানা দেয় । বৃহস্পতিবার আয়কর দপ্তরের সঙ্গে রশমির বিভিন্ন কারখানায় যোগ দেয় ইডিও । কারখানার ভিতরে ইডির কর্মীদের নিরাপত্তার জন্য সিআরপিএফ মোতায়েন করা হয় ।

    এলাকার সাধারণ মানুষ কারখানার আশেপাশে ভিড় জমাচ্ছেন । রশমির এক আধিকারিক জানান, এই যৌথ হানার কারণে কারখানার  উৎপাদন ব্যাহত না হলেও কারখানার ভিতরে গাড়ি ঢুকতে বা বেরতে সমস্যা হচ্ছে । রশ্মির পক্ষ থেকে সরকারিভাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। দেশের অন্যতম অগ্রণী শিল্প প্রতিষ্ঠান রশমি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সজ্জন কুমার পাটোয়ারী ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)