• আনন্দপুরের অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৬
  • আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের কথা ঘোষণা করলেন তিনি।

    মোদী এক্স হ্যান্ডলে লেখেন, ‘পশ্চিমবঙ্গের আনন্দপুরে সাম্প্রতিক অগ্নিকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও দু:খজনক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে PMNRF থেকে ২ লক্ষ টাকা করে এককালীন সহায়তা দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা সহায়তা প্রদান করা হবে।’

    আনন্দপুরের নাজিরাবাদের ডেকরেটারের গোডাউন ও মোমো কোম্পানির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত ২৭ জন নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ। শুক্রবারই ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

  • Link to this news (এই সময়)