• অটো ইউনিয়নের অফিস তৈরি নিয়ে টালিগঞ্জে ধুন্ধুমার, বন্ধ অটো, অবরোধ রাস্তায়
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৬
  • টালিগঞ্জ অটো ইউনিয়নের পার্টি অফিস তৈরি করা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল শুক্রবার। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে টালিগঞ্জ ফাঁড়ির রাস্তা বন্ধ করে অবরোধ শুরু হয়। এই ঝামেলার জেরেই বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ ছিল টালিগঞ্জ ফাঁড়ি থেকে বেহালা নিউ আলিপুর এবং রবীন্দ্র সরোবরের অটো রুট।

    টালিগঞ্জ অটো ইউনিয়নের পার্টি অফিস তৈরি করা নিয়ে ঝামেলা শুরু হয়েছিল। টালিগঞ্জ ফাঁড়ির একেবারে সামনে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। তার একেবারে কাছেই রয়েছে এই অটো ইউনিয়নের অফিস। অটো চালকদের দাবি ছিল, অটো ইউনিয়নের অফিসটি ভেঙে গিয়েছিল। সেই কারণে ওই অফিস নতুন করে তৈরি করার কাজ হচ্ছিল। কিন্তু অফিস তৈরির সময়ে বাধা দেন একটি বিরিয়ানির দোকানের লোকজন। ওই অফিসের একেবারেই সামনেই রয়েছে ওই বিরিয়ানির দোকান। ঝামেলার কারণেই অটো চালকরা বৃহস্পতিবার ও শুক্রবার অটো বন্ধ রাখেন।

    শুক্রবার দুই পক্ষকে চারুমার্কেট থানায় ডাকা হয় কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি। পার্টি অফিস তৈরি করার সময়ে ফের অটো ড্রাইভার এবং বিরিয়ানি দোকানের মালিক এবং তাঁর ছেলেদের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। শেষমেশ বিরিয়ানি দোকানদারের লোকজন টালিগঞ্জ ফাঁড়ির রাস্তা অবরোধ করে দেয়। এ দিন দুপুর একটা থেকে অবরোধ শুরু হয়।

    বিরিয়ানির দোকানের মালিক সালাউদ্দিন খানের দাবি, ‘যে রকম অফিস ছিল সেরকমই থাকুক। দোতলা করুক, কোনও সমস্যা নেই। তাঁর অভিযোগ, আমার দোকান ২ দিন ধরে বন্ধ। পাশের দোকান ৬ দিন বন্ধ। অটোতো ওরা নিজেরাই বন্ধ করেছে।’

  • Link to this news (এই সময়)