• রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত DG পীযূষ পান্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার
    এই সময় | ৩১ জানুয়ারি ২০২৬
  • বিধানসভা নির্বাচনের আগে কলকাতা ও রাজ্য পুলিশের বড় রদবদল। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন পীযূষ পান্ডে। কলকাতা পুলিশের নতুন কমিশনার হচ্ছেন সুপ্রতিম সরকার। মনোজ ভার্মা হচ্ছেন ডিরেক্টর সিকিউরিটি। রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) হচ্ছেন বিনীত গোয়েল।  উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পরে বিনীত গোয়েলকে এডিজি (এসটিএফ) পদে পাঠানো হয়েছিল। 

    কলকাতা পুলিশের এডিজি (এসটিএফ) হচ্ছেন জাভেদ শামিম, এডিজি (টেলি কমিউনিকেশন) হচ্ছেন অজেয় মুকুন্দ রানাডে, এডিজি (সাইবার সেল) হচ্ছেন বিশাল গর্গ।

    কলকাতা পুলিশ ছাড়াও অন্যান্য কমিশনারেটের পুলিশ কমিশনার পদে রদবদল করা হচ্ছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার হচ্ছেন প্রবীণকুমার ত্রিপাঠি, বিধাননগরের পুলিশ কমিশনার হচ্ছেন মুরলী ধর, হাওড়ার পুলিশ কমিশনার হচ্ছেন আকাশ মাঘারিয়া, চন্দননগরের কমিশনার হচ্ছেন কোটেশ্বর রাও, বর্ধমান রেঞ্জের আইজিপি হচ্ছেন অমিত পি. জাভালগি, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর রেঞ্জের আইজিপি হচ্ছেন মুকেশ, নদিয়া ও রানাঘাট রেঞ্জের ডিআইজি হচ্ছেন সৈয়দ ওয়াকুর রাজা, প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি হচ্ছেন ভাস্কর মুখোপাধ্যায়, বারাসত রেঞ্জের ডিআইজি হচ্ছেন অলোক রাজোরিয়া।

  • Link to this news (এই সময়)