• বইয়ের উৎসবে আজকালের ৪২ নতুন বই, উন্মোচনে বহু গুণিজন
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৬
  • রিয়া পাত্র

    বাঙালির বারো মাসের তেরো পার্বণ পেরিয়ে, বইমেলা যেন নব সংযোজন। চোদ্দদশতম। বইয়ের উৎসব। সেই উৎসবে সামিল আজকাল পাবলিশার্স। আজকাল মানেই, বইমেলায় একঝাঁক নতুন বই। চলতি বছরে, বইমেলায় আজকাল পাবলিশার্স প্রকাশ করেছে, এক নয়, দুই নয়, একসঙ্গে ৪২টি নতুন বই। ৩০ জানুয়ারি, শুক্রবার বইমেলা প্রাঙ্গণে এসবিআই অডিটরিয়ামে হল এই নতুন বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান। প্রকাশ অনুষ্ঠানে গুণিজন সমাবেশ। 

    আজকাল-এর বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকাল বই বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক মহুয়া গুপ্ত, বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত, রঞ্জন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন গিল্ডের দুই কর্তা ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, সুধাংশুশেখর দে। উপস্থিত ছিলেন অমর মিত্র, পীতম সেনগুপ্ত, চুমকি চট্টোপাধ্যায়, অলোক রায় চৌধুরী, গৌতম সরকার-সহ বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন ৪২টি বইয়ের লেখক, অনুবাদকেরা।

    আজকালের স্টলের বাইরে পাঠকদের লাইন। নিজস্ব চিত্র।

    বইয়ের লম্বা তালিকার মধ্যে থেকেই, উল্লেখ রইল বেশ কয়েকটির-

    সঙ্গে আরও একগুচ্ছ বইয়ের মোড়ক উন্মোচন হয় এদিন। প্রকাশিত হয় ১০ বিশিষ্ট জনের জন্মশতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে, ১০টি মিনিবুকের সংকলন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত গল্পের ইংরেজি অনুবাদ।

    অনুষ্ঠানে আজকাল বই বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক মহুয়া গুপ্তর কথায়, স্মরণ মৌ রায়চৌধুরীর। যিনি দীর্ঘকাল আগলে রেখেছেন আজকাল বই বিভাগকে। তিনি বলেন, 'তাঁর ভালবাসা দিয়ে এই বিভাগটি তিনি যেভাবে সামলেছেন, আমরা চেষ্টা করছি সেভাবেই সামলে, এগিয়ে চলার।' আজকাল বই বিভাগ বলতেই অশোক দাশগুপ্ত এবং সত্যম রায়চৌধুরী। এদিন তাঁদের কথাও উঠে আসে মহুয়া গুপ্তর কথায়। 

    একই কথা বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্তর গলাতেও। অশোক দাশগুপ্ত এবং সত্যম রায়চৌধুরীর আশীর্বাদ এবং আশকারায় যে এই বই বিভাগ এগিয়ে যাবে আরও বহু পথ, সেই আশার কথা বিশিষ্ট সাহিত্যিকের গলায়। 

    রঞ্জন বন্দ্যোপাধ্যায় বক্তব্যে বুঝিয়ে দেন, কীভাবে দিনে দিনে প্রকাশনী সংস্থা হিসেবে বৈচিত্র, নতুনত্বকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে আজকাল। প্রচ্ছদ, পাতার নকশা, বিষয় বাছাই, চেতনার বিকাশ আজকালের বইয়ে ফুটে উঠছে, সেকথা উল্লেখ করলেন বর্ষীয়ান সাহিত্যিক।
  • Link to this news (আজকাল)