• স্বপ্নের উড়ান, ফুটবলের প্রশিক্ষণ নিতে জার্মানি পাড়ি দিতে চলেছে জঙ্গলমহলের দুই পড়ুয়া
    এই সময় | ৩১ জানুয়ারি ২০২৬
  • প্রতিভা খুঁজে বের করার জন্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।আর প্রথম বারের ‘জার্মান কাপ’-এই দুই প্রতিভাধরকে ‘আবিষ্কার’ করল পুলিশ। সেরা দুই খেলোয়াড়কে এ বার প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে জেলা পুলিশের তরফে। শুধু তাই নয়, এই প্রতিযোগিতা থেকে বেছে নেওয়া হয়েছে আরও কয়েক জনকে। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি ক্লাবের তরফে।

    প্রায় এক মাস ধরে চলে অনূর্ধ্ব ১৭ ‘জার্মান কাপ’ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার ছিল এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শালবনির নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে গোয়ালতোড় থানাকে ২-১ গোলে পরাজিত করে চাম্পিয়ান হয়েছে শালবনি থানা। আর, সেখানেই ‘ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ বেছে নেওয়া হয়েছে দুজনকে। ঠাকুরদাস হাঁসদা এবং রাকেশ মাহাতো নামের ওই দুই ফুটবলারকে প্রশিক্ষণ নেওয়ার জন্য জার্মানি পাঠানো হবে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি। এই নিয়ে ইতিমধ্যেই জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    জানা গিয়েছে ঠাকুরদাস শালবনি থানার খসলা হাইস্কুলের ছাত্র। চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় বসছে সে। তার বাড়ি শালবনি গাইঘাটা। অন্যদিকে, রাকেশ গোয়ালতোড় থানার কিয়ামাচা হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। তার এই সাফল্যে খুশি কিয়ামাচা হাইস্কুলের প্রধান শিক্ষক অলীককুমার মাইতি। রাকেশ এক জন ভালো ছাত্র বলেও জানিয়েছেন তিনি।

    শুক্রবারের ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার এফসি দলের সচিব মানস ভট্টাচার্য। এই দুই ফুটবলারের অসাধারণ দক্ষতায় মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

    পুলিশ সুপার বলেন, ‘প্রথম বছরের জার্মান কাপ থেকে জেলার আরও কয়েকজন ভালো ফুটবলার তথা ছাত্রদের আমরা আবিষ্কার করতে পেরেছি। জঙ্গলমহলের প্রতিভাবান ফুটবলারদের তুলে আনাই ছিল এই কাপের লক্ষ্য।ডায়মন্ড হারবার এফসি ক্লাবের তরফে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।’

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ জানুয়ারি এই টুর্নামেন্টের সূচনা হয়। জেলার ১২৫টি স্কুল এই টুর্নামেন্টে অংশ নেয়।

  • Link to this news (এই সময়)