• পাক-অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, রায় জম্মু-কাশ্মীরের আদালতের
    এই সময় | ৩১ জানুয়ারি ২০২৬
  • পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে বিবাদ চলছেই। ওই এলাকাকে ভারত নিজেদের অংশ বলে দাবি করলেও পাকিস্তান তাদের অধিকার ছেড়ে দিতে নারাজ। আন্তর্জাতিক স্তরেও এই নিয়ে বিবাদ মেটেনি। আর, এরই মধ্যে বড় রায় দিল জম্মু-কাশ্মীরের আদালত। পাক-অধিকৃত কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেছে ওই আদালত। একটি মামলার রায় দিতে গিয়ে এই কথা জানিয়েছে আদালত। পাকিস্তান ওই অঞ্চল অবৈধ ভাবে দখল করে আছে বলেও জানিয়েছে আদালত।

    এই রায় দিয়েছে মধ্য কাশ্মীরের বুদগাম ছাদুরার একটি আদালত। পাক-অধিকৃত কাশ্মীর থেকে এক দম্পতি ঢুকে পড়েছিলেন জম্মু-কাশ্মীরের এলাকায়। এই নিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছিল শ্রীনগরের কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর। প্রায় এক দশকের পুরাতন সেই মামলায় ওই দম্পতিকে খালাস করার নির্দেশ দিয়েছেন ছাদুরার প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ তাইয়ুব বুখারি।

    প্রসঙ্গত, পাক-অধিকৃত কাশ্মীরের মিরপুরের বোরা কলোনি থেকে চলে এসেছিলেন মহম্মদ মকবুল রাথের ওরফে আজমল শাহজাদ এবং তাঁর স্ত্রী পারভিনা আখতার। অভিযোগ ওঠে যে প্রায় ২১ বছর আগে ছাদুরার ক্রালপোরা থেকে পাক-অধিকৃত কাশ্মীরে গিয়েছিলেন মকবুল। সেখানে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে স্ত্রী এবং সন্তানদের নিয়ে ফিরে আসেন তিনি। তবে তাঁদের কাছে কোনও বৈধ কাগজ ছিল না। ২০১২ সালে এই মামলা দায়ের করা হয়। ২০১৮ সালে জমা পড়ে চার্জশিট।

    সূত্রের খবর, এই মামলায় ৮ জন সাক্ষীর কথা উল্লেখ করা হয়। তবে আদালতে মাত্র ২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। যাঁদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল, তাঁদের মধ্যে একজন জানিয়েছিলেন যে মকবুল যে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে এসেছেন তা তিনি জানেনই না। অন্যদের আদালতে হাজির করাতেই পারেননি মামলার তদন্তকারী আধিকারিক।

    ওই মামলার রায় দিতে গিয়েই বিচারক জানিয়েছেন,পাক-অধিকৃত কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। তাই ওই এলাকা থেকে চলে আসা ওই ব্যক্তির বিরুদ্ধে ফরেনার্স আক্ট-র ধারায় মামলা দায়ের করা যায় না। যদি ওই ব্যক্তির কোনও সম্পত্তি বাজেয়াপ্ত করে হয়ে থাকে তাহলে তা তাঁকে ফেরৎ দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।

  • Link to this news (এই সময়)