অমরাবতী: তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে বিস্ফোরক মন্তব্য করছিলেন খোদ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর অভিযোগ ছিল, ওয়াইএসআর কংগ্রেসের আমলে লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার করা হতো। এনিয়ে বিতর্কের অন্ত নেই। এরইমাঝে তিরুপতি লাড্ডু মামলায় চার্জশিট পেশ করল সিবিআই। চার্জশিটে বলা হয়েছে, লাড্ডু তৈরিতে ২৫০ কোটি টাকায় ৬৮ লক্ষ কেজি ভেজাল ঘি ব্যবহার করা হয়েছিল। তবে কোনও পশুর চর্বি ছিল না। আর সেই তথ্যকে হাতিয়ার করেই শুক্রবার চন্দ্রবাবুর টিডিপিকে আক্রমণ শানাল জগন্মোহনের ওয়াইএসআরসিপি। তাদের বক্তব্য, আসলে পশুর চর্বির প্রসঙ্গ টেনে হিন্দুদের ভাবাবেগে আঘাত করার চক্রান্ত করা হয়েছিল। পরিকল্পনা করে রাজনৈতিক অপপ্রচার চালিয়েছিল টিডিপি। ওয়াইএসআরসিপি সাংসদ ওয়াই ভি সুব্বা রেড্ডি বলেন, ‘সিবিআইয়ের চার্জশিটে সবটা স্পষ্ট হয়ে গিয়েছে। কোনও প্রমাণ ছাড়াই মানুষের ধর্মীয় ভাবাবেগে, বিশ্বাসে আঘাত করেছেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে তাঁদের জবাব দিতে হবে। ’ আর এক ওয়াইএসআরসিপি নেতা বি কে রেড্ডির কটাক্ষ, এখনও মুখ্যমন্ত্রী মিথ্যা দাবি করে চলেছেন। সিবিআই তদন্ত তাঁর ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে। ওঁর ক্ষমা চাওয়া উচিত।