সরকারি কর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে রাশ টানল নীতীশ সরকার
বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
পাটনা: ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো সমাজমাধ্যম ব্যবহারে মেনে চলতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম। বিহারে এবার সরকারি কর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে রাশ টানল নীতীশ কুমারের সরকার। এনিয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। এই সংক্রান্ত নিয়মে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রাজ্য সরকারের শীর্ষ আধিকারিক থেকে শুরু করে একেবারে নীচুতলার কর্মীদের জন্যও সমানভাবে প্রযোজ্য এই নির্দেশিকা। বিহার সরকারের বক্তব্য, সোশ্যাল মিডিয়ার ব্যবহার বন্ধ করা এই পদক্ষেপের লক্ষ্য নয়। বরং এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে শৃঙ্খলা, দায়বদ্ধতা ও মর্যাদার বিষয়টি সুনিশ্চিত করা হবে।নয়া নির্দেশিকা অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে গেলে সংশ্লিষ্ট দপ্তরের থেকে অনুমতি নিতে হবে সরকারি কর্মীদের। কোনো ভুয়ো অ্যাকাউন্ট খোলা যাবে না। কোথাও কোনো ব্যক্তিগত পোস্ট করার সময় কর্মীরা তাঁদের পদমর্যাদা, সরকারি লোগো বা সেই সম্পর্কিত কোনো প্রতীক ব্যবহার করতে পারবেন না। ব্যক্তিগত অ্যাকাউন্ট চালানোর জন্য অফিসিয়াল ইমেল আইডি বা সরকারি ফোন নম্বরও দেওয়া যাবে না।সরকারি কর্মীরা কী ধরনের পোস্ট করতে পারবেন, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। অশ্লীল, উস্কানিমূলক, ধর্ম বা জাতিবিদ্বেষমূলক, সমাজে অস্থির পরিবেশ তৈরি করতে পারে এমন কোনো পোস্ট করা যাবে না। সরকারি বৈঠক বা অনুষ্ঠান, বিশেষ করে সংবেদনশীল কোনো তথ্য সমাজমাধ্যমে শেয়ার করা যাবে না। এমনকি সরকারের কোনো পোস্টে অযাচিত মন্তব্য করা যাবে না। সরকারি কোনো নীতির সমালোচনাও বা কারও ব্যক্তিগত তথ্যও প্রকাশ্যে আনা যাবে না। যৌন হেনস্তা হয়েছে, এমন ব্যক্তির পরিচয় প্রকাশ করা যাবে না। কেউ নিয়ম ভাঙলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে।