নয়াদিল্লি: ‘তোর বোনকে খুন করছি। কল রেকর্ড কর।’ দিল্লি পুলিশের স্পেশাল সেলের সোয়াট কমান্ডো কাজল চৌধুরীকে খুনের সময় শ্যালককে ফোন করে এই কথাগুলিই বলেছিল অভিযুক্ত স্বামী অঙ্কুর চৌধুরী। ফোনের অপর প্রান্তে তখন দিদির কাতর আর্তনাদ শুনতে পাচ্ছেন ভাই। খুনের সময় চারমাসের অন্তঃসত্ত্বা ছিলেন কাজল। তাঁর মাথায় ডাম্বেল দিয়ে একের পর আঘাত করে খুন করে অভিযুক্ত। ২৭ বছরের কাজলকে খুনের আগে অঙ্কুরের এই ফোনকলই পুলিশের তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উঠে এসেছে।গত ২২ জানুয়ারি রাতের ঘটনার কথা বলতে গিয়ে ভেঙে পড়েছেন কাজলের ভাই নিখিল। তিনিও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার একজন কনস্টেবল। নিখিল বলেন, ‘ওই রাতে প্রথমে ফোন করে জামাইবাবু। তারপর হুমকি দেন, তোর বোনকে শুধরে যেতে বল। নইলে পরিণাম খারাপ হবে।’ একথা শোনার পর নিখিল কিছু বুঝে উঠতে পারছিলেন না। এরপর তিনি ফের অঙ্কুরকে ফোন করে বোনের সঙ্গে কথা বলতে চান। কাজল কথা বলছিলেন, এমন সময় ফোন কেড়ে নেয় তাঁর স্বামী। কিছুক্ষণ পরে সে ফের নিখিলকে ফোন করে। বলে,‘কল রেকর্ড কর। আমি কাজলকে খুন করছি। পুলিশ আমার কিছু করতে পারবে না।’ নিখিলের কথায়, ‘ফোনের ওপার থেকে কাজলের চিৎকার শোনা যাচ্ছিল।’ বোনকে খুনের পর অভিযুক্ত অঙ্কুর এও বলে, ‘এসে লাশ হাসপাতালে নিয়ে যা!’ তড়িঘড়ি পরিবারের অন্যদের বোনের বাড়িতে পৌঁছান নিখিল। মারাত্মক আহত অবস্থায় কাজলকে হাসপাতালে ভরতি করা হয়। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৭ জানুয়ারি সকালে তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যে অঙ্কুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। -ফাইল চিত্র