• অধরা তিন জয়েশ জঙ্গি, কিস্তোয়ারে তল্লাশি অভিযানে তৎপরতা বাড়াল ভারতীয় সেনা, সীমান্তরেখার কাছে পাকিস্তানি ড্রোন, গুলি করে সরাল নিরাপত্তা বাহিনী
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
  • শ্রীনগর: বরফের চাদরে ঢেকেছে গোটা কাশ্মীর। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে গা ঢাকা দিয়েছে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের তিন সদস্য। তাদের ধরতে পুরোদমে তল্লাশি অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার কিস্তোয়ারের আশেপাশের জঙ্গলে দিনভর চিরুনি তল্লাশি চলছে। বাড়ানো হয়েছে প্রহরাও। নিরাপত্তার স্বার্থে এদিনও বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবা।সেনা সূত্রে খবর, কিস্তোয়ারের তুষারাবৃত চাতরু এলাকায় লুকিয়ে থাকা ৩ জঙ্গিকে নিষ্ক্রিয় করাই এখন নিরাপত্তা বাহিনীর একমাত্র লক্ষ্য। নিরাপত্তার স্বার্থে সিংপুরা, চিংগাম ও চাতরু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে শহিদ হন ভারতীয় সেনার এক প্যারাট্রুপার। গুরুতর জখম হন আরও সাত জওয়ান। তবে ঘন জঙ্গল ও তুষারপাতের সুযোগে জঙ্গিরা পালিয়ে যায়। তারা এখনও অধরা। এর মাঝে গত ২২ জানুয়ারি মালি দানা টপ এবং ২৫ জানুয়ারি জানসির-কাণ্ডিওয়ার এলাকায় আরও দু’টি সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতি ক্ষেত্রেই জঙ্গিরা পালাতে সক্ষম হয়। তাই পুরোদমে ঝাঁপিয়ে পড়ে তাদের নিষ্ক্রিয় করতে চাইছে সেনাবাহিনী। পুঞ্চ জেলার সুরানকোট এলাকার পাজ্জা মোড়, নাবানা টপ ও সংলগ্ন অঞ্চলে দু’জন সন্দেহভাজনের খোঁজ মেলে। সঙ্গে সঙ্গে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, শুক্রবার ফের উত্তর কাশ্মীরের কেরান সেক্টরের যোধা মাকান বিরান্দোরিতে পাকিস্তানি ড্রোন উড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গে সতর্ক হয় ভারতীয় সেনাবাহিনী। ৬ রাষ্ট্রীয় রাইফেলস জানিয়েছে, সীমান্তরেখার আকাশসীমায় ড্রোন লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এর পরেই ড্রোনগুলি সরে যায়। কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনার পর গোটা এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)