• আজ উপমুখ্যমন্ত্রী পদে শপথ সুনেত্রার? সংযুক্তি নিয়ে আলোচনা, দুই এনসিপি আগামী সপ্তাহেই বসছে বৈঠকে
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সদ্য সমাপ্ত পুরসভা নির্বাচনে কাকা এবং ভাইপো একজোট হয়েছিলেন। মহারাষ্ট্র রাজনীতির বিখ্যাত কাকা-ভাইপো শারদ ও অজিত পাওয়ার। ২০২৩ সালে কাকার দল থেকে বেরিয়ে গিয়ে বিজেপির হাত ধরে নিজেই হয়েছিলেন আসল এনসিপি। এমনকী দলের চিরাচরিত প্রতীক ঘড়িও দখল করেছিলেন। কিন্তু ক্রমেই অজিত পাওয়ার মহারাষ্ট্র সরকারে যে কোণঠাসা হচ্ছিলেন, সেটা তাঁর আচরণে স্পষ্ট হয়। প্রথম প্রতিফলন হল বিজেপি জোটের সঙ্গে পুরসভা ভোটে লড়াই করেননি তিনি। কাকার হাত ধরে যৌথভাবে এনসিপি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু মুখ থুবড়ে পড়ে ওই পরীক্ষা। আর তার ফলে আরও নিরাশ হয়েছিলেন অজিত। জোরদার হচ্ছিল দুই এনসিপি এবং পরিবারের মধ্যে পুনরায় সংযোগ প্রক্রিয়া। দু‌ই এনসিপি যুক্ত হয়ে একটি দল হয়ে যাওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে পরিবার ও দুই দলের মধ্যে। তার মধ্যেই বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু।ইতিমধ্যে অজিত পাওয়ারের দলের তরফে দাবি তোলা হয়েছে, অজিত-পত্নী সুনেত্রাকেই উপমুখ্যমন্ত্রী করতে হবে। ইতিমধ্যেই দলের নেতা প্রপুল প্যাটেল এ ব্যাপারে দেখা করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে। সূত্রের খবর আজ, শনিবার শপথ নিতে চলেছেন সুনেত্রা। অর্থাৎ উপমুখ্যমন্ত্রী। আবার অন্যদিকে দুই এনসিপির মিলনের প্রক্রিয়াকে বাতিল করা হয়নি। শুক্রবার শারদ পাওয়ার গোষ্ঠীর এনসিপি নেতা একনাথ খাড়সে বলেছেন, দুই এনসিপির মিলনের সম্ভাবনা উজ্জ্বল। আগামী সপ্তাহে পাওয়ার পরিবার এবং দুই দলের নেতৃত্ব বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে। খাড়সের বক্তব্য, যেহেতু অজিত পাওয়ারের শেষ ইচ্ছা ছিল আবার কাকা শারদ পাওয়ারের দল ও নিজের দলের মিলনের, তাই সেই ইচ্ছাকে অমর্যাদা করা হবে না। অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপি নেতা কিরণ গুজ্জর ও বলেছেন, আমাদের দলের বৈঠকেই অজিত পাওয়ার বলেছিলেন যে, তাঁর ১০০ শতাংশ ইচ্ছা আবার দুই দলকে সংযুক্ত করা। এমনকী পাঁচদিন আগে তিনি বলেছিলেন, গোটা প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। এবার কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত ঘোষণা করা হবে। আর তার মধ্যেই এই ঘটনা। প্রশ্ন হল, অজিত পাওয়ার যে এনডিএ জোট ছাড়তে চলেছেন এবং আবার কাকার সঙ্গেই যুক্ত হয়ে সংযুক্ত এনসিপির নেতৃত্ব সামলাবেন তিনি, এই সিদ্ধান্ত কি বিজেপি সর্বোচ্চ নেতৃত্ব জানত? তাদের কী মনোভাব ছিল? এসব প্রশ্নের মধ্যেই আজ শনিবার প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করবেন এনসিপি বিধায়করা। বৈঠকে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। যদি দুই এনসিপি এক হয়, তবে কে হবেন দলের নেতা? মহারাষ্ট্র রাজনীতি আবার সরগরম হতে চলেছে।অজিত মৃত্যুর তদন্তে মহারাষ্ট্র সিআইডিমুম্বই: বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তারই মধ্যে এবার বারামতীতে বিমান ভেঙে পড়ার ঘটনায় তদন্তে নামল মহারাষ্ট্র সিআইডি।বুধবার বারামতী এয়ারস্ট্রিপের কাছেই বিমানটি ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ মোট পাঁচজনের। শুক্রবার প্রবীণ সরকারি আধিকারিক বলেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৯৪ ধারায় দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি মামলা দায়ের করেছে পুনে গ্রামীণ পুলিশ। রাজ্য পুলিশের জারি করা নির্দেশিকা মেনে সেই মামলাটিই সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। সিআইডি আধিকারিকরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। পুনে পুলিশের কাছ থেকে তাঁরা প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করবেন। বারামতী এয়ারস্ট্রিপের কাছে দুর্ঘটনাস্থলে যাবেও তদন্তকারীদের একটি টিম। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনে থাকা দ্য এয়ারক্রাফ্ট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে। এবার পৃথকভাবে তদন্ত শুরু করল মহারাষ্ট্র সিআইডি।
  • Link to this news (বর্তমান)