ছাত্রীদের দিতে হবে স্যানিটারি প্যাড, দেশের সব স্কুলকে নির্দেশ সুপ্রিম কোর্টের
বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: ছাত্রীদের ঋতুকালীন সমস্যা গুরুত্ব সহকারে বিচার করা প্রয়োজন। তাই সব স্কুলের তরফে বিনামূল্যে তাদের স্যানিটারি প্যাড দিতে হবে। শুক্রবার দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচরপতি জে বি পারদিওয়ালা এবং আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ আরও জানায়, সব স্কুলে পুরুষ ও মহিলা পড়ুয়াদের জন্য পৃথক শৌচালয় রাখতে হবে। এই নিয়ম সরকারি এবং বেসরকারি থেকে শুরু করে সরকারি সাহায্যপ্রাপ্ত সহ যত ধরনের স্কুল রয়েছে সব ক্ষেত্রেই কার্যকর। যদি কোনো স্কুল এই পরিষেবা দিতে ব্যর্থ হয়, তাহলে তার অনুমোদন বাতিল হবে। ২০২৪ সালের ১০ ডিসেম্বর স্কুলে ছাত্রীদের ঋতুকালীন সমস্যার দিকে নজর রাখার দাবি তুলে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। তারই শুনানিতে এদিনে এই নির্দেশ জারি করে সর্বোচ্চ আদালত।