• মন্ত্রী বনাম বিধায়কের বিবাদ, যোগীরাজ্যে প্রকাশ্যে গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: বিজেপি বনাম বিজেপির লড়াই। উত্তরপ্রদেশে বিজেপির গোষ্ঠীকোন্দলে রাজ্যের মন্ত্রীর সঙ্গে বিধায়কের বিবাদ। আর সেই বিবাদের জেরে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই নেতার দেহরক্ষীরা। শুক্রবার জেলাশাসকের দপ্তরের সামনে দু’পক্ষের ধুন্ধুমার বেধে যায়।জানা গিয়েছে, শুক্রবার এবিভিপির এক অনুষ্ঠানে যোগ দিতে মাহোবায় গিয়েছিলেন জলবিদ্যুৎ মন্ত্রী স্বতন্ত্র দেব সিং। অনুষ্ঠান থেকে বেরনোর সময়ে তাঁর পথ আটকান চারখারির বিজেপি বিধায়ক ব্রিজভূষণ সিং। দাবি করেন, স্থানীয় সরপঞ্চদের সঙ্গে মন্ত্রীকে দেখা করতে হবে। তাতেই মন্ত্রীর ব্যক্তিগত সচিবের সঙ্গে বিধায়কের কথা কাটাকাটি শুরু হয়। এর পরেই মন্ত্রী ও বিধায়কের দেহরক্ষীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। গোটা বিষয়টি নিয়ে জেলাশাসকের দপ্তরে যান দু’পক্ষের অনুগামীরা।এ ব্যাপারে বিধায়কের অভিযোগ, ‘হর ঘর নাল’, অর্থাৎ প্রতিটি ঘরে নর্দমা প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগ। ফলে এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন দরকার। সেই দাবিই মন্ত্রীর সামনে তুলে ধরেছিলেন তিনি। ব্রিজভূষণ আরও জানান, জলবিদ্যুৎ মন্ত্রী নিশ্চিত করেছেন যে, ২০ দিনের মধ্যে বিষয়টির সমাধান করা হবে।
  • Link to this news (বর্তমান)