আয়কর হানার মাঝে আত্মঘাতী রিয়েল এস্টেট ব্যবসায়ী সি জে রায়
বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
বেঙ্গালুরু: আয়কর দপ্তরের অভিযান চলাকালীন আত্মঘাতী রিয়েল এস্টেট সংস্থা কনফিডেন্ট গ্রুপের কর্ণধার সি জে রায়। শুক্রবার বেঙ্গালুরুর ল্যাংফোর্ড রোডের দপ্তর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এদিন দুপুর ৩টে থেকে ৩টে ১৫ মিনিটের মধ্যে হ্যান্ডগান দিয়ে মাথায় গুলি চালান রায়। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং জানান, গত তিনদিন ধরে সি জে রায়ের অফিসে অভিযান চালাচ্ছিল কেরলের আয়কর দপ্তরের টিম। তাঁর কথায়, ‘ইতিমধ্যে অশোক নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল খতিয়ে ব্যালিস্টিক টিমের বিশেষজ্ঞরা।’ তিনি আরও বলেন, ‘মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে। তাঁরা দেশে ফিরলেই আরও তথ্য জানা যাবে। পাশাপাশি আয়কর দপ্তরের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হন সি জে রায়।’