• নির্বাচনের প্রচারে নেমে পড়লেও আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নেই বিজেপি, অভিযোগ তৃণমূলের
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: ভোট এখনও ঘোষণা হয়নি। তবে দু’সপ্তাহ আগে থেকেই পুরাতন মালদহ শহরজুড়ে প্রচারে নেমে পড়েছে বিজেপি। দলীয় প্রতীক চিহ্ন এঁকে বিজেপি ২০টি ওয়ার্ড জুড়ে দেওয়াল লিখন এবং পোস্টার টাঙানোর কাজ শুরু করে দিয়েছে। কিন্তু শহরের মানুষের বিপদ হলে পদ্ম দলের নেতারা ভোট প্রচারের মতো সবার আগে গিয়ে পাশে থাকে না বলে অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুঁতবাড়িতে শর্ট সার্কিটের কারণে আচমকা এক শ্রমিকের বাড়িতে আগুনে টিভি, ফ্রিজ, নথিপত্র সহ সবকিছু ভস্মীভূত হয়ে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়ির সদস্যরা। দমকল আসার আগে‌ই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ,স্থানীয় কাউন্সিলার নির্মল অধিকারী সহ অন্যরা। শুক্রবার সকালেও ত্রিপল, চাল সহ যাবতীয় ত্রাণ নিয়ে অসহায় পরিবারের পাশে থাকেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ, আইএনটিটিইউসি’র মালদহ জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, প্রাক্তন ভাইস চেয়ারম্যান স্বাধীন ঘোষ সহ এক ঝাঁক নেতৃত্ব। তৃণমূলের প্রতিনিধি দলের তরফে নতুন ঘর করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে ঘটনা ঘটে যাওয়ার ১৬ ঘণ্টা পরেও বিজেপির কোনও নেতৃত্ব ঘটনাস্থলে আসেনি বলে দাবি।বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি আইএনটিটিইউসি জেলা সভাপতি তথা পুরসভার কাউন্সিলার বিশ্বজিৎবাবু। তিনি বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। আমরা ত্রাণ নিয়ে গিয়েছিলাম। বিধানসভা হোক বা লোকসভা, বিজেপি এখানে জয়লাভ করে।ভাঁওতাবাজি দিয়ে শহরের ভোট নেয়। কিন্তু বিপদে তারা মানুষের পাশে থাকে না। পদ্মের দলের নেতারা মানুষকে ঠকায়। আমরা সর্বদা মানুষের পাশে থাকি।তৃণমূলের কটাক্ষের পর দ্রুত ড্যামেজ কন্ট্রোলে নামে বিজেপি। বিজেপির পুরাতন মালদহের নগর মণ্ডলের সহ সভাপতি বিজন পোদ্দার বলেন, সেখানে আমাদের দলীয় কাউন্সিলার নেই। তবে বিজেপিও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আছে। আমরা দলীয় নেতৃত্বকে খবর দিয়েছি। বিধায়ক বাইরে আছেন।এদিন সন্ধ্যায় ঘটনাস্থলে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির বধূ লক্ষ্মী দেবনাথ বলেন, চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান এসেছিলেন। পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অতীতে পুরসভা পাকা বাড়ি দিতে চেয়েছিল। তখন নিইনি। এখন পাকা বাড়ি দিলে ভালো হয়।
  • Link to this news (বর্তমান)