• হবিবপুর সীমান্তে অনুপ্রবেশ কাণ্ডে গ্রেপ্তার এক গাড়ি চালক
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা হবিবপুর: মালদহের হবিবপুর সীমান্তে অনুপ্রবেশ কাণ্ডে এক গাড়ি চালককে গ্রেপ্তার করে হেপাজতে নিল পুলিশ। ধৃতের নাম উজ্জ্বল রায়। সে হবিবপুর বিধানসভা কেন্দ্রের ১৭৭ নম্বর বুথের বিজেপি সভাপতি বলে দাবি তৃণমূল কংগ্রেসের। এনিয়ে তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করা হয়েছে।যদিও তৃণমূলের দাবি নস্যাৎ করেছেন বিজেপির উত্তর মালদহ সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিংহ। তিনি বলেন, উজ্জ্বল রায় নামে বিজেপির কোনও বুথ সভাপতি নেই। সে একজন গাড়ি চালক। গাড়ির চালক কি যাত্রী তোলার সময় জানতে চায় যে, সে চোর ডাকাত না বাংলাদেশি।ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে, বুধবার তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার কোর্টে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেপাজতে নিয়েছে পুলিশ।হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস বলেন, বেআইনি অনুপ্রবেশের ঘটনায় উজ্জ্বল রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।মালদহ জেলার উন্মুক্ত সীমান্তের অধিকাংশই হবিবপুর ব্লকে। সম্প্রতি বেশকিছু অনুপ্রবেশকারীকে পুলিশ, বিএসএফ এবং স্থানীয় বাসিন্দারা আটক করেছে। পুলিশ সূত্রে খবর, তাদের মধ্যে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উজ্জ্বল রায়ের গাড়িতে দেখা গিয়েছে। তদন্তে নেমে এমনই সিসি ক্যামেরার ছবি পুলিশের হাতে এসেছে বলে তদন্তকারীদের সূত্রে খবর।তৃণমূলের মালদহ জেলার মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, এই ঘটনাই প্রমাণ করে দেয় যে অনুপ্রবেশ কারা ঘটাচ্ছে আর দেশদ্রোহী কারা। ধৃত উজ্জ্বল রায় হবিবপুরের বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ। সোশ্যাল মিডিয়ায় তার অনেক ছবি আছে। হবিবপুরের বিজেপি বিধায়ক জয়েল মুর্মু বলেন, অভিযোগ ভিত্তিহীন। তদন্ত হলেই প্রকৃত ঘটনা সামনে আসবে।
  • Link to this news (বর্তমান)