নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: প্রায় তিন বছর চলার পর আগামী কাল, রবিবার থেকে কোচবিহার বিমানবন্দরে বন্ধ হচ্ছে উড়ান পরিষেবা। যে সংস্থা কোচবিহার-কলকাতার মধ্যে বিমান চালাচ্ছিল সেই সংস্থা আগেই জানিয়ে দিয়েছিল ১ ফেব্রুয়ারি থেকে তারা আর এই রুটে বিমান পাঠাবে না। কিন্তু এই ঘোষণার অনেক আগে থেকেই কোচবিহার বিমানবন্দর থেকে বিমান চলাচল অনিয়মিত হয়ে পড়ে। জানুয়ারি মাসের ৮ তারিখ শেষবার এখানে বিমান এসেছিল। তারপর থেকে প্রতিদিনই উড়ান বাতিলের খবর আসছিল। এবার পাকাপাকিভাবেই বন্ধ হয়ে গেল।৩১ জানুয়ারির পরও যাতে এখন থেকে উড়ান পরিষেবা চালু থাকে তারজন্য জেলা প্রশাসন, ব্যবসায়ী সমিতি, কোচবিহারের এমপি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছিলেন, আবেদন করেছিলেন। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও কোচবিহারে এসে বিমানবন্দর পরিদর্শন করেছিলেন। তিনিও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও রাজ্যসভায় জানাবেন বলে দাবি করে গিয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষও নতুন একটি উড়ান সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিল। সেখান থেকেও কোনও সবুজ সংকেত পায়নি। ফলে কোচবিহার-কলকাতার মধ্যে চলাচলকারী ন’আসনের যে বিমান কোচবিহারবাসীর কাছে গত তিনবছর ধরে পরিষেবা দিয়ে সুনাম অর্জন করেছিল তাতে শেষ পর্যন্ত ছেদ পড়ল। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে যা জেলার রাজনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।কোচবিহার বিমানবন্দরের ডিরেক্টর শুভাশিস পাল বলেন, ১ ফেব্রুয়ারি থেকে বিমান চলাচল করবে না, সেটা উড়ান সংস্থা আগেই জানিয়েছিল। নতুন সংস্থার পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। ফলে ১ ফেব্রুয়ারি থেকে বিমান চলবে না। চলতি মাসে একদিনই এখানে বিমান নেমেছে।২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি কোচবিহার-কলকাতার মধ্যে নিয়মিত বিমান পরিষেবা চালু হয়েছিল। এই বিমান এখান থেকে চালানো নিয়ে এর আগেও রাজনীতি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিমান চলাচল শুরুর পর সেটি নিয়মিতই চলাচল। টিকিটের চাহিদাও ভালো ছিল। সঠিক সময়েই চলাচল করত। ফলে এই বিমানটির উপর কোচবিহারবাসীর একটা নির্ভরতাও তৈরি হয়েছিল। এবার সেই বিমানই বন্ধ হয়ে গেল। আবার কবে থেকে এখানে বিমান চলাচল করবে তারও দিশা দেখাতে পারল না এয়ারপোর্ট অথরিটি। তবে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, যে উড়ান প্রকল্পের অধীনে এই বিমানটি চলত, তার সময়সীমা চলতি বছরের মে মাস পর্যন্ত রয়েছে। নতুন কোনও সংস্থা বিমান চালাতে আগ্রহ দেখালে তারা এগিয়ে আসতেই পারে। নিজস্ব চিত্র