পানিট্যাঙ্কিতে এসএসবি’র অভিযানে ১০ কেজি রুপোর বল সহ আটক নেপালের এক মহিলা
বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, নকশালবাড়ি: বৃহস্পতিবার রাতে ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে এসএসবির অভিযানে বিপুল পরিমাণে রুপো উদ্ধার হয়েছে। ঘটনায় আটক করা হয়েছে নেপালের এক মহিলাকে। এসএসবি পরে ওই মহিলাকে ডিআরআইয়ের হাতে তুলে দিয়েছে।এদিন পানিট্যাঙ্কি সীমান্তে এসএসবির ৪১তম ব্যাটালিয়নের জওয়ানরা রুটিন চেকিংয়ে সন্দেহজনক এক মহিলাকে জেরা করেন। এরপর তল্লাশি চালালে তার হেপাজত থেকে চারটি প্লাস্টিকের প্যাকেটে ৯ কেজি ৯৭৫ গ্রাম ওজনের রুপোর বল উদ্ধার হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা। পরে এসএসবি ওই মহিলাকে ডিআরআইয়ের হাতে তুলে দেয়। এসএসবির তদন্তকারী এক আধিকারিক বলেন, ওই মহিলা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে ওই রুপো বাগডোগরার এক ব্যক্তির কাছ থেকে সে সংগ্রহ করেছিল। পরে তা নেপালের একজনকে পাচারের উদ্দেশ্য ছিল। এই কাজের জন্য তাকে চার হাজার টাকা দেওয়ার কথা ছিল। তবে ভারত থেকে নেপালে প্রবেশের আগেই সে ধরা পড়ে। ওই মহিলার কাছ থেকে একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়। তাতে নেপাল ও ভারতীয় সিম কার্ড ছিল। তদন্তকারীরা মনে করছেন, ওই মহিলা আন্তর্জাতিক পাচার চক্রে জড়িত রয়েছে।উল্লেখ্য, গত মঙ্গলবার পানিট্যাঙ্কিতে এসএসবির অভিযানে নগদ ২২ লক্ষ ৫০ হাজার উদ্ধার হয়। ঘটনায় মেঘালয়ের তিন বাসিন্দা সহ খড়িবাড়ির একজনকে আটক করে এসএসবি। একইভাবে গত রবিবারও পানিট্যাঙ্কিতে এসএসবির অভিযানে নগদ ৬ লক্ষ সহ শিলিগুড়ির এক যুবককে আটক করা হয়। উদ্ধার হওয়া রুপোর বল।