চিহ্নিত ২০ জন, এক শিক্ষাবর্ষে দু’টি কোর্স নয়, লিখিত দিতে হবে পড়ুয়াকে
বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, বাগডোগরা: একই পড়ুয়া একাধিক বিশ্ববিদ্যালয় কিংবা ডিপার্টমেন্ট দু’টি কোর্সে পড়াশোনা করছেন! এটা করা যাবে না। যেকোনও একটি কোর্স বেছে নিয়ে সেটিকেই এগিয়ে নিয়ে যেতে হবে। শুক্রবার জরুরি বিজ্ঞপ্তি জারি করে এটা জানিয়ে দিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের সায়েন্স, আর্টস, কমার্স ও আইন বিভাগে এই নিয়ম আগে থেকেই জারি রয়েছে। তবে দেখা যাচ্ছে একসঙ্গে দুই বা তার বেশি কোর্স অনেক ছাত্রছাত্রীই করে আসছেন। এমনকী কয়েকজন পড়ুয়া একাধিক বিশ্ববিদ্যালয়ে আলাদা কোর্স করছেন। একসঙ্গে চালিয়ে যাওয়া সেই কোর্সগুলির মধ্যে যেকোনও একটিকেই বেছে নিতে হবে তাঁদের। না হলে উচ্চশিক্ষা দপ্তরের পোর্টালে ডেটা আপলোডের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে পড়ুয়াকেই। ৫ ফেব্রুয়ারির মধ্যে লিখিত আকারে ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে তাঁরা কোন কোর্সটি এগিয়ে নিয়ে যেতে চাইছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন ২০ জন ছাত্রছাত্রীর নাম পেয়েছেন যাঁরা এমনটা করছেন। প্রথম সেমেস্টারের পরীক্ষা সামনেই। সেক্ষেত্রে যেকোনও একটি সিদ্ধান্তে পড়ুয়াদের আসতেই হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি জয়দীপ বিশ্বাস বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের নিয়মেই রয়েছে। একজন পড়ুয়া একসঙ্গে দু’টি কোর্স চালিয়ে যেতে পারে না। মূলত অনলাইন ভর্তি প্রক্রিয়ার সময় অনেক ছাত্রছাত্রী একাধিক কোর্সে আবেদন করে ভর্তি হয়। পরবর্তীতে অন্য কোর্সটি বাতিল না করার ফলেই এই সমস্যা উঠে আসে। বিজ্ঞপ্তি জারি করে পড়ুয়াদের লিখিতভাবে জানাতে বলা হয়েছে তারা কোন কোর্স চালিয়ে যেতে চায়।