• বাংলার মায়েদের মন জয়ে উত্তরপ্রদেশ-বিহার থেকে মহিলা ‘বিস্তারক’ নিয়ে আসছে বিজেপি
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: অতীতে বিস্তারক বা প্রহরীর ভূমিকায় বিজেপি নেত্রীদের খুব বেশি দেখা যায়নি। বাংলা দখলের স্বপ্নে বিভোর হয়ে এবার সেই ছক ভাঙল বিজেপি। বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ থেকে বিজেপির মহিলা ব্রিগেডও আসছে এরাজ্যে। তবে, সব জায়গায় নয়, তাঁরা বাছাই করা কিছু বিধানসভা কেন্দ্রে কাজ করবেন। যেসব কেন্দ্রগুলিতে বিজেপি জয়ের সম্ভবনা দেখছে, সেখানেই তাঁরা মণ্ডলে মণ্ডলে ঘুরে প্রচার করবেন। প্রতিটি বিধানসভা পিছু তিনজন নেত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফ্রেবুয়ারি মাসের শেষ দিকে তাঁদের রাজ্যে আসার কথা। ইতিম঩ধ্যে দলের মহিলা বিস্তারক বা প্রহরীরা জেলায় ঘুরে কাজ করতে শুরু করছেন। বিধানসভা কেন্দ্রে গিয়ে তাঁরা বৈঠক করছেন। এরপর বুথস্তরেও তাঁরা বৈঠক শুরু করবেন। তবে, বহু বুথে বিজেপির সংগঠনই নেই, সেখানে ভিনরাজ্যের নেতারা কীভাবে কাজ করবেন, তা নিয়ে সংশয় রয়েছে। বিজেপি নেত্রী মৌমিতা বিশ্বাস বলেন, এটা নতুন কিছু নয়। আমরা বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দলের সদস্য। এক রাজ্যের নেতা বা নেত্রীরা অন্য রাজ্যে কাজ করবেন। এতে অস্বাভাবিকতার কী রয়েছে?বিজেপির এক নেতা বলেন, আগেও ভিন রাজ্য থেকে নেত্রীরা ভোটের সময় প্রচারে আসতেন। বিভিন্ন এলাকায় সভা করে আবার তাঁরা ফিরে যেতেন। অনেক সময় এক জেলার নেত্রীদের অন্য জেলায় পাঠানো হতো। কিন্তু এবার অন্য রাজ্যের নেত্রীরা বাংলায় এসে মাটি কামড়ে থাকবেন। দলের কাছে মহিলা ভোটব্যাঙ্ক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। রাজনৈতিক মহলের মতে, বিজেপি মহিলা ভোটে থাবা বসানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। রাজ্য সরকার লক্ষ্মীরভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প চালু করে বাংলার মহিলাদের মন জয় করে নিয়েছে। এই ভোট ব্যাংকে ফাটল ধরাতে না পারলে বিজেপির স্বপ্নপূরণ হওয়া সহজ নয়। সেই কারণেই তাঁরা মহিলাদের মন জয় করার কসুর করছে না। ভোট প্রচারে তারা মহিলাদের উপর ‘অত্যাচারের’ ঘটনাগুলি সামনে রাখতে চাইছে। ভিনরাজ্যের মহিলারা অনুঘটকের কাজ করবেন। তবে, এক্ষেত্রেও তাঁদের ক্ষেত্রে অন্তরায় হয়ে উঠেছে ভাষা সমস্যা। বাংলার মহিলাদের অনেকেই ভোজপুরী বা হিন্দি বোঝেন না। বিজেপির ভিনরাজ্যের নেত্রীদের বুলি আদৌ তাঁদের মন জয় করতে পারবে কি না, তা নিয়ে যথেষ্টই সংশয় রয়েছে। দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ির মতো বিভিন্ন এলাকায় ভিনরাজ্যের মহিলা নেত্রীদের পাঠানো হচ্ছে। তাঁরা স্থানীয় নেত্রীদের প্রথমে প্রচারের কৌশল রপ্ত করাবেন। পরে তাঁরা নিজেরাই প্রচারে নামবেন। তবে, কোথাও তাঁরা প্রকাশ্য সভা করবেন না। পর্দার আড়ালে থেকেই তাঁরা দলের কাজ চালিয়ে যাবেন।
  • Link to this news (বর্তমান)