ঝাড়গ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুরক্ষা, হাতি উপদ্রুত এলাকায় বিশেষ নজরদারি
বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ২ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ঝাড়গ্রামের ১৬২টি বিদ্যালয়ের ১৫ হাজার ৩২১জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসবে। বনদপ্তরের তরফে পরীক্ষার্থীদের যাতায়াতের পথে সুরক্ষায় একাধিক পদক্ষেপ করা হয়েছে। জেলায় হাতি উপদ্রুত ৬০টি জায়গা চিহ্নিত করা হয়েছে। ১৫টি ড্রপ গেট করা হচ্ছে। ১১০জন বনকর্মী ও ৪০টি হুলা পার্টি নজরদারিতে থাকবে।খড়্গপুরের ডিএফও মণীশ যাদব বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে, সেজন্য আমরা একাধিক ব্যবস্থা নিয়েছি। সেইসঙ্গে সমস্ত স্কুল কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে।ঝাড়গ্রাম জেলায় ঝাড়গ্রাম, খড়্গপুর, মেদিনীপুর ও রূপনারায়ণ বনবিভাগ রয়েছে। ঝাড়গ্রাম, লোধাশুলি, মানিকপাড়া, বাঁশপাহাড়ী, ভুলাভেদা, বেলপাহাড়ী, শিলদা, জামবনী, গোপীবল্লভপুর, পড়িহাটি ও হাতিবাড়িয়া রেঞ্জে মোট বনভূমির আয়তন ৪৩ হাজার ১৫০হেক্টর। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় ২০১৭সালে হাতির সংখ্যা ছিল ১৯৪। এবছর সেই সংখ্যা বেড়ে ২২৪ হয়েছে। জঙ্গলমহলের চার জেলার মধ্যে ঝাড়গ্রামেই হাতির হানায় মৃত্যু ও ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বাধিক।প্রতিবছরের মতো এবারও জঙ্গলের পথ পেরিয়ে পরীক্ষার্থীদের সেন্টারে আসতে হবে। গতবছর বেলপাহাড়ীতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হয়েছিল। তাই পরিবহণ দপ্তরের পাশাপাশি এবার বনদপ্তরের তরফেও জেলায় সাতটি গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে ওই সাতটি গাড়িতে পরীক্ষার্থীদের যাওয়া-আসার ব্যবস্থা করা হবে। হাতি উপদ্রুত এলাকায় বনকর্মীরা মোতায়েন থাকবেন। জঙ্গল এলাকায় হুলা পার্টি হাতির পালের উপর ২৪ঘণ্টা নজরদারি চালাবে। ড্রপ গেটের মাধ্যমে যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে।বনবিভাগের তরফে হাতির অবস্থান নিয়মিত জানানো হচ্ছে। খড়্গপুর ডিভিশনের চাঁদাবিলা, কেশরেখা, নয়গ্ৰাম, কলাইকুণ্ডা ও বেলদা রেঞ্জে ৫৬টি হাতি রয়েছে। ঝাড়গ্রাম ডিভিশনের লোধাশুলি, ঝাড়গ্রাম ও মানিকপাড়া রেঞ্জে এই মুহূর্তে তিনটি হাতি রয়েছে। একটি বড় হাতির পাল কংসাবতীর তীরে ঘোরাঘুরি করছে। সেটি যাতে ঝাড়গ্রাম রেঞ্জে ঢুকতে না পারে, সেই চেষ্টা চালানো হচ্ছে। মেদিনীপুর ডিভিশনের লালগড়, চাঁদড়া, পিরাকাটা রেঞ্জে ৭৭টি হাতি রয়েছে। খড়্গপুর ও মেদিনীপুর বনবিভাগের হাতি উপদ্রুত এলাকায় সবচেয়ে বেশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।বেলপাহাড়ী এস সি হাইস্কুলের টিআইসি কিংশুক সাহা বলেন, জঙ্গল লাগোয়া এলাকা থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসে। জেলা প্রশাসন ও শিক্ষাদপ্তরের সঙ্গে বৈঠক হয়েছে। প্রশাসনের তরফে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। বনবিভাগের তরফে জঙ্গল এলাকায় নজরদারি চালানোর কথা জানানো হয়েছে।