নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ফের আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ট্রেন বাতিল থাকছে। এরফলে ফের ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। জানা গিয়েছে, ৩১ জানুয়ারি বাতিল থাকবে খড়্গপুর–হাতিয়া–খড়্গপুর এক্সপ্রেস, শালিমার–ভোজুডিহ–শালিমার এক্সপ্রেস, আদ্রা–মেদিনীপুর–আদ্রা মেমু, আদ্রা–ভাগা–আদ্রা মেমু, আদ্রা–বরাভূম–আদ্রা মেমু, আসানসোল–আদ্রা–আসানসোল মেমু, চক্রধরপুর–এনএসসিবি গোমোহ–চক্রধরপুর মেমু এক্সপ্রেস।তবে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বাতিল থাকবে মশাগ্রাম–বাঁকুড়া–মশাগ্রাম মেমু ট্রেন। এছাড়া বিষ্ণুপুর–ধানবাদ–বাঁকুড়া মেমু ট্রেনের যাত্রাপথ সীমিত করা হচ্ছে। এই ট্রেনটি ৩১ জানুয়ারি আদ্রা স্টেশনে গিয়ে যাত্রা শেষ করবে। ৩১ জানুয়ারি টাটানগর–আসানসোল মেমু ট্রেনের যাত্রা পথ পরিবর্তন করা হচ্ছে। এই ট্রেনটি গড়ধ্রুবেশ্বর–জয়চণ্ডী পাহাড় লাইন দিয়ে চলবে। একইসঙ্গে ওইদিন আসানসোল–পুরুলিয়া মেমু ট্রেনটি জয়চণ্ডী পাহাড়–গড়ধ্রুবেশ্বর হয়ে চলবে। এছাড়াও খুরদা রোড ডিভিশনে বেশকিছু ট্রেন বাতিল থাকছে। মেদিনীপুর শহরের বাসিন্দা অসীম পাত্র বলেন, দক্ষিণ-পূর্ব রেলের সমস্যা আর মিটবে না।