• মারপিটের জেরে মৃত্যু, থানায় বিক্ষোভ বিজেপির
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: বৃহস্পতিবার রাতে ইন্দাসের খটনগরে দুই ব্যক্তির বচসাকে কেন্দ্র করে মারপিট। আর তার জেরে মৃত্যু হল সুজয় রং (৪৬) নামে এক ব্যক্তির। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত ব্যক্তি তাঁদের দলের কর্মী বলে দাবি করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাতে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। সকালে ইন্দাসের বিজেপি বিধায়কের নেতৃত্বে দলীয় কর্মীরা দোষীদের শাস্তি চেয়ে বিক্ষোভ দেখান। বিকালে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা বাঁকুড়া পুলিশ সুপারের অফিসের গেটের সামনে ধর্নায় বসেন। পরে সেখানে শুয়েও পড়েন সৌমিত্র। তাঁকে গেটের সামনে থেকে সরে যেতে অনুরোধ করে পুলিশ। কিন্ত, অনুরোধ প্রত্যাখ্যান করেন। তখনই পুলিশ সৌমিত্রকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ইন্দাসের খুনের ঘটনায় অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া বলেন, ‘ইন্দাসে বিরোধী দল করলেই শাসকদলের রোষানলে পড়তে হচ্ছে। নিহত সুজয়বাবুর ভাইকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার তাঁকে না পেয়ে সুজয়বাবুকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।’ তৃণমূল কংগ্রেসের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ বলেন, ‘আমি খোঁজ নিয়ে দেখেছি, মৃত ব্যক্তি এবং অভিযুক্ত দু’জনেই মদের আসরে ছিলেন। সেখানেই তাঁদের মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা হয়। তখনই উভয়ের ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে আঘাত পান। পরে তিনি মারা যান। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তা ছাড়া অভিযুক্ত পিন্টু রায় আমাদের দলের কর্মী নয়। বিজেপি ওই ঘটনাকে নিয়ে অযথা রাজনীতি করছে।’পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মঙ্গলপুর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত খটনগর গ্রামে একটি জায়গায় মদের আসরে গিয়েছিলেন গ্রামেরই বাসিন্দা সুজয় রং। সেখানেই ছিল অভিযুক্ত পিন্টু রায় নামে গ্রামেরই এক যুবক। কোনও  বিষয় নিয়ে উভয়ের মধ্যে প্রথমে বচসা বাঁধে। পরে তারা দু’জনে মারপিটে জড়িয়ে পড়ে। তখনই উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। তাতেই সুজয়বাবু কংক্রিটের রাস্তায় পড়ে জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে ইন্দাস ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই খবর পেয়ে ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়া পরিবারের লোকেদেরকে সঙ্গে নিয়ে ইন্দাস থানায় যান। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সরব হন। পুলিশ অবশ্য রাতেই অভিযুক্ত পিন্টু রায়কে গ্রেপ্তার করে।
  • Link to this news (বর্তমান)